তীব্র গরমে হাঁসফাঁস অবস্থা রাজধানীবাসীর। তাপপ্রবাহের জের এতটাই যে রবিবার সেখানে তাপমাত্রা পৌঁছেছে ৪৫ ডিগ্রিতে। জারি হয়েছে তাপপ্রবাহের সতর্কতা। আবহাওয়া দফতরের পূর্বাভাস ,আগামী কয়েক দিনে রাজধানীতে তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী থাকবে।

আরও পড়ুন:সইফ পুত্রের বলি অভিষেক! ইব্রাহিমকে নিয়ে সোশ্যাল মিডিয়া পোস্ট সারার
গরমে রীতিমত ফুটছে দিল্লি। রোদে গায়ে জ্বালাপোড়া অবস্থার জোগাড়।রবিবার দিল্লির নজফগড়ে তাপমাত্রা পৌঁছে গিয়েছে ৪৫ ডিগ্রিতে। সোমবার এই তাপমাত্রা আরও বৃদ্ধি পেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। সারা দিনে মেঘলা আকাশ থাকলেও ভ্যাপসা গরমে আরও অস্বস্তিকর অবস্থা তারি হবে বলে পূর্বাভাস। তবে দুপুরের দিকে ২৫ থেকে ৩০ কিমি বেগে হাওয়া দিতে পারে রাজধানীতে। দু’দিনের তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে।
তবে আবহাওয়া দফতর এও জানিয়েছে, পশ্চিমি ঝঞ্ঝার কারণে আগামী বুধবার হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে দিল্লিতে। সে ক্ষেত্রে গরম কিছুটা হলেও কমতে পারে।









































































































































