কলকাতা ও রাজ্য পুলিশের পদোন্নতি এবার একসঙ্গে, সিদ্ধান্ত মন্ত্রিসভার

0
1

কলকাতা ও রাজ্য পুলিশের পদোন্নতি এবার একসঙ্গে। সিদ্ধান্ত রাজ্য সরকারের। সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পৌরহিত্যে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে বলে নবান্ন সূত্রে খবর। জানা গেছে, মন্ত্রিসভার বৈঠকে কলকাতা পুলিশের পদোন্নতি প্রসঙ্গ ওঠায় মুখ্যমন্ত্রী বলেন, শুধু কলকাতা পুলিশের পদোন্নতি কেন হবে? একই সঙ্গে রাজ্য পুলিশের পদোন্নতিও করা উচিত এবং এই পদোন্নতি প্রক্রিয়া খুব দ্রুত করতে হবে বলে ও তিনি নির্দেশ দেন।

এছাড়াও এই দিন বিভিন্ন হাসপাতালের জন্য পঞ্চাশ জন চক্ষু চিকিৎসক নিয়োগের অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। টাটা ক্যান্সার রিসার্চ সেন্টারের সঙ্গে যৌথ উদ্যোগে এস এস কে এম হাসপাতালে যে ক্যান্সার চিকিৎসা কেন্দ্র গড়ে উঠছে তার জন্য বারোটি নতুন পদ সৃষ্টির অনুমোদন ও দেয় মন্ত্রী সভা। এ দিন রাজ্যের ৩২ টি পুরসভা প্রত্যেকটির জন্য একজন করে শৌচালয় পরিদর্শক নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হল। বুনিয়াদ পুর পুরসভার আটটি শুন্য পদ পূরণের সিদ্ধান্ত ও এদিন নেওয়া হয়।

আরও পড়ুন- আমার বক্তব্যের ভুল ব্যাখ্যা হচ্ছে, মন্তব্য তাপস রায়ের