আদিবাসী সেঙ্গেল সেলের ডাকা বনধে একাধিক জেলায় বন্ধ বাস চলাচল! নাজেহাল নিত্যযাত্রীরা

0
3

সপ্তাহের শুরুতেই একাধিক দাবিতে আদিবাসী সেঙ্গেলের ১২ ঘণ্টা বাংলা বন‍ধের ডাক।যার প্রভাব পড়ল মালদা সহ একাধিক জেলায়। সকাল থেকেই জায়গায় জায়গায় পথ অবরোধ করে বিক্ষোভ দেখায় আদিবাসীরা। ফলে বহু জায়গায় বন্ধ বাস চলাচল।

আরও পড়ুন:থমকে নৈহাটি শিয়ালদহ শাখার ট্রেন চলাচল! ভোগান্তিতে নিত্যযাত্রীরা
মালদার গাজল এবং হবিবপুরে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় আদিবাসী সম্প্রদায়ের মানুষ। গাজলের বিশ মাইল এলাকায় মালদা বালুরঘাট জাতীয় সড়ক অবরোধ করে তারা। পাশাপাশি, মালদার হবিবপুর বাস স্ট্যান্ড এলাকায় মালদা নালাগোলা রাজ্য সড়ক অবরোধ করে চলে বিক্ষোভ। ঝাড়গ্রামেও শহরে বেশিরভাগ দোকান পাট বন্ধ রয়েছে। বেসরকারি বাস রাস্তায় চলাচল না করায় নিত্য বাসযাত্রীরা সমস্যায় পড়েছেন। তবে হাতে গোনা দু একটি সরকারি বাস যাতায়াত করছে। তবে বনধকে কেন্দ্র
করে এখনও পর্যন্ত কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
অন্যদিকে, বাঁকুড়ায় আদিবাসী সেঙ্গেলের ডাকা বনধে আংশিক প্রভাব পড়ল বাঁকুড়া জেলায়। বনধের জেরে বাঁকুড়ার জঙ্গলমহল জুড়ে এদিন সকাল থেকে বন্ধ বেসরকারি বাস চলাচল। বাঁকুড়ার রাইপুর, সারেঙ্গা, রানীবাঁধ, বারিকুল এমনকি ঝাড়গ্রাম রুটেও সমস্ত বাস চলাচল বন্ধ থাকায় চূড়ান্ত সমস্যায় সাধারন যাত্রী থেকে নিত্যযাত্রী সকলেই। বনধ সফল করার লক্ষ্যে পুরুলিয়ার লালপুরে ৬০ নম্বর জাতীয় সড়ক অবরোধ করেন সংগঠনের সমর্থকরা।ট্রেন চলাচলেরও প্রভাব পড়েছে পুরুলিয়ায়।