সিরিয়াল থেকে সরে গেলেন ‘মিঠাই’, সৌমিতৃষার সিদ্ধান্তে চিন্তায় ফ্যানেরা

0
3

বাঙালির ড্রয়িং রুমে গত কয়েকবছর ধরে একচেটিয়া রাজত্ব জমিয়ে রেখেছেন যিনি সেই ‘মিঠাইরানি’ সিরিয়াল থেকে সরে গেলেন! অনুরাগীদের জন্য দুঃসংবাদ, আপাতত ১২ দিন মিঠাই সিরিয়ালের (Mithai Serial) শুটিং করবেননা সৌমিতৃষা কুণ্ডু (Soumitrisha Kundu)। কিন্তু কেন? জানা যাচ্ছে আপাতত শারীরিক অসুস্থতার কারণেই এমন সিদ্ধান্ত অভিনেত্রীর (Actress)।

দর্শকরা জানেন খুব শীঘ্রই শেষ হতে চলেছে ‘মিঠাই’ (Mithai) । আর তার মধ্যেই হঠাৎ সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে পর্দার মিঠাই ওরফে সৌমিতৃষা নিজের অসুস্থতার কথা জানিয়েছেন। অভিনেত্রী লেখেন, “আমি শুটিং থেকে ১২ দিনের বিরতি নিয়েছি…খুব শিগগিরিই ফিরে আসব। ততদিন পর্যন্ত মিঠাই দেখতে থাকুন।”

 

View this post on Instagram

 

A post shared by SOUMITRISHA (@soumitrishaofficial)

ব্যাক পেন আপার বার্ড ও লোয়ার বার্থের যন্ত্রণায় কাতর অভিনেত্রী বলছেন আপাতত কয়েকদিন রেস্ট নেবেন তিনি। টানা দাঁড়িয়ে শুটিং করা এবং পর্যাপ্ত বিশ্রাম না নেওয়ার ফলেই এই অবস্থা হয়েছে সৌমিতৃষার। শরীরে মারাত্মক ক্যালশিয়ামের ঘাটতি হয়েছে। তাঁর দ্রুত আরোগ্য কামনা করেছেন ফ্যানেরা। দ্রুত শুটিং ফ্লোরে ফিরবেন বলে কথা দিয়েছেন অভিনেত্রী।