Uttarpara: কলেজ ছাত্রীদের সঙ্গে অভব্য আচরণ, আক্রা*ন্ত প্রতিবাদী

0
2

উত্তরপাড়া প্যারীমোহন কলেজের (Uttarpara Peary Mohan College) দুই ছাত্রীকে উত্যক্ত (Misbehavior with college girls) করছিলেন কয়েকজন যুবক। জানা গিয়েছে, দ্বিতীয় বর্ষের দুই ছাত্রীকে গতকাল অর্থাৎ শনিবার টিজ করার অভিযোগ ওঠে কয়েকজন যুবকের বিরুদ্ধে। ওই ছাত্রীরা জানায় ট্রেন থেকে নামার পর থেকেই তাদের উত্যক্ত করা হচ্ছিল। কলেজের সামনেও তাঁদেরকে উদ্দেশ্য করে খারাপ কথা বলছিলেন অভিযুক্ত যুবকরা। এর প্রতিবাদ করতে গিয়ে আক্রান্ত এক দ্বিতীয় বর্ষের ছাত্র বিশাল মণ্ডল (Vishal Mondal), বাড়ি উত্তরপাড়ায়।

ঘটনাটি ঘটেছে হাওড়া জেলার বালিহল্ট স্টেশনে। ছাত্রীদের সঙ্গে অশালীন আচরণ করায় বিশাল প্রতিবাদ করতে গেলে উল্টে তাঁর উপরই চড়াও হন অভিযুক্তরা। কেড়ে নেওয়া হল মোবাইল। বাঁশ, রড এবং ছুরি দিয়ে হামলা চালানো হয় , বেধড়ক মারধর করা হয় বিশালকে। আক্রান্ত ছাত্র বিশাল মণ্ডল জানায়, তাঁকে মারধর করে বালিহল্ট স্টেশনের ব্রিজ থেকে নীচে ফেলে দেওয়ার চেষ্টা করা হয়। আতঙ্কিত বিশালের পরিবার বালি থানায় (Bally Police Station)প্রথমে অভিযোগ জানালেও পুলিশ গুরুত্ব দেয়নি বলছেন বিশালের পরিবারের লোকেরা। আসলে জিআরপির অধীনে এই ঘটনা ঘটায় অভিযোগ নেওয়ার ক্ষেত্রে কিছুটা বিভ্রান্তি ছড়ায়। এরপর বেলুড় জিআরপিতে (Belur GRP)অভিযোগ করা হয়। এক ছাত্রীর বাবা প্রিয়ব্রত নস্কর জানান এরপর মেয়েকে কলেজে পাঠাতেই ভয় লাগছে। অভিযুক্তদের এখনও ধরা যায়নি।