‘জাতীয় দলে সুযোগ পাওয়া নিয়ে ভাবছি না’ : রিঙ্কু

0
4

গতকাল লখনৌ সুপার জায়ান্টসের কাছে ম‍্যাচ হেরে আইপিএল-এর অভিযান শেষ করেছে কলকাতা নাইট রাইডার্স। এই ম‍্যাচে লখনৌ-এর কাছে ১ রানে হারে কলকাতা। ম‍্যাচে সবাই ব‍্যর্থ হলেও, নাইটদের হয়ে একা লড়াই চালান রিঙ্কু সিং। ৬৭ রানে অপরাজিত তিনি। লখনৌ ম্যাচ জিতলেও গোটা দেশের হৃদয় জিতে নিয়েছেন রিঙ্কু। অনেকেই দাবি করছেন, দ্রুত রিঙ্কুকে জাতীয় দলে সুযোগ দেওয়া হোক। তবে এসব নিয়ে ভাবছেন না রিঙ্কু। বরং মন দিয়ে নিজের খেলা খেলে যেতে চান তিনি।

ম‍্যাচে শেষে রিঙ্কু বলেন,”এরকম একটি মরশুম গেলে খুবই ভালো লাগে। জাতীয় দলে সুযোগ পাওয়া নিয়ে ভাবছি না, যেভাবে কাজ করে এসেছি সেভাবেই কাজ করব।”

চলতি আইপিএলে চারটি অর্ধশতরান ও প্রায় ১৫০ এর স্ট্রাইক রেটে ৪৭৪ রান করেছেন রিঙ্কু। আর এই পারফরম্যান্সে আলাদা পরিচিতি পেয়েছেন রিঙ্কু। এর জবাব তিনি বলেন, “পরিবারের সবাই খুব খুশি। গত বছর থেকে লোকে আমায় চিনেছে, কিন্তু ৫টি ছক্কা মারার পর থেকে অনেক সম্মান পাচ্ছি।”

আইপিএল থেকে দল ছিটকে গিয়েছে। ম‍্যাচ শেষে দলের পারফরম্যান্স নিয়ে রিঙ্কু বলেন,”আমাদের খুব ভালো দল রয়েছে। তবে প্রতিটা বিভাগে আমরা কিছু ভুল করেছি আর ক্ষণিকের দুর্ভাগ্যের জন্য আমরা প্লে-অফে উঠতে পারলাম না।”

আরও পড়ুন:ইংলিশ প্রিমিয়ার লিগ চ‍্যাম্পিয়ন ম‍্যাঞ্চেস্টার সিটি