মেট্রো রেল এবার বেসরকারিকরণের দিকে একধাপ এগোল। যাত্রী পরিবহনের পাশাপাশি তারা মালপত্র পরিবহনও শুরু করছে। ডিটিডিসি-র সঙ্গে হাতমিলিয়ে নিতে চলেছে নতুনতর উদ্যোগ— পিক আপ অ্যান্ড ড্রপ অফ (পিইউডিও)। নির্দিষ্ট স্টেশনে জিনিস পৌঁছে যাবে, সেখান থেকে সংগ্রহ করতে হবে সংশ্লিষ্ট ব্যক্তিকে। পণ্য পরিবহনে থাকছে পৃথক কামরা। প্রয়োজনে নির্দিষ্ট জায়গায় জিনিস ফেরত দেওয়াও যাবে। জেনারেল ম্যানেজার পি উদয়কুমার রেড্ডি, কাল, সোমবার শিয়ালদহ মেট্রো স্টেশনের উদ্বোধন করবেন, বিকেল তিনটেয়। জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানিয়েছেন।

তবে মেট্রো পরিষেবা নিয়ে নানান অভিযোগ উঠছে। বিশেষ করে দুপুর থেকে দমদম-কবি সুভাষ ও দক্ষিণেশ্বরের মধ্যে প্রায়ই বাতিল হয়ে যায় একাধিক ট্রেন। এরফলে যাত্রীরা দুর্ভোগে পড়ছেন। অনেক সময় দক্ষিণেশ্বরগামী ট্রেন দমদমে থামিয়ে দিয়ে যাত্রীদের নেমে যেতে বলা হয়। ডিসপ্লে বোর্ডের সঙ্গে মেলে না ট্রেনের সময়। এছাড়া মেট্রোর গেটও কাজ করে না।
আরও পড়ুন- সাভারকরের জন্মতিথিতে নতুন সংসদের উদ্বোধন! মোদির সিদ্ধান্তের বিরোধিতায় ক্ষুব্ধ বিরোধীরা





































































































































