সম্প্রীতির ফুটবল ম্যাচের ময়দানে খেলা শুরুর আগেই শুভেন্দু ইস্যুতে বলে বলে গোল দিলেন কুণাল ঘোষ (Kunal Ghosh)। সুদীপ্ত সেন তৃতীয় চিঠি দিয়েছেন তবু এখনও কেন ব্যবস্থা নয়, সাংবাদিক বন্ধুদের কাছে প্রশ্ন তোলার অনুরোধ তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষের (Kunal Ghosh)। ১০১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্তের (Bappaditya Dasgupta) উদ্যোগে আজ রবিবার পাটুলিতে (Patuli) এক সম্প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়। কাঁটাতারের এপারে ভ্রাতৃত্বের আবহে এপার বাংলা বনাম ওপার বাংলার ম্যাচে উপস্থিত হন মুখপাত্র কুণাল ঘোষ। অনূর্ধ্ব ১৯ ইস্টবেঙ্গল এফ সি এবং অনূর্ধ্ব ১৯ মোহনবাগান অ্যাথলেটিক ক্লাবের এই ম্যাচ শুরুর আগে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বর্তমান রাজনীতির প্রেক্ষাপটে শুভেন্দু অধিকারীর দুর্নীতির প্রসঙ্গ তুলে ধরে তীব্র আক্রমণ করেন কুণাল। পাশাপাশি শুভেন্দুর কর্মসূচি নিয়ে প্রশ্ন উঠলে তিনি স্পষ্ট ভাষায় বলেন যেখানে খুশি নিজের কর্মসূচি করতে পারেন শুভেন্দু। কারণ এখনও পর্যন্ত পশ্চিমবঙ্গে পাগল দেখলে গ্রেফতার করার আইন চালু হয়নি।
এদিন ম্যাচ শুরুর আগেই সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বিজেপিকে কটাক্ষ করে কুণাল বলেন যে দলটাকে কোনও কর্মসূচি করতে গেলে ফেসবুকে পোস্ট করতে হয় , অন্যকে নকল করে সংগঠন চালাতে হয়, তাঁদের কর্মসূচি মানেই সেটা গরুর গাড়ির হেডলাইট। তিনি বলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নব জোয়ার কর্মসূচিকে ভয় পেয়ে নানা মহল থেকে অশুভ শক্তি আর অতৃপ্ত আত্মারা একে অন্যের সঙ্গে হাত মিলিয়েছে। অভিষেককে থামানোর জন্যই এই সিবিআই তলব, যদিও বিজেপির এই চক্রান্ত সম্পূর্ণ ব্যর্থ বলেই দাবি কুণাল ঘোষের। শুভেন্দু অধিকারী বাংলার টাকা আটকানোর চেষ্টা করে মৎস্যমন্ত্রীকে যে চিঠি দেবেন বলেছেন তার জবাব দিয়ে তৃণমূল মুখপাত্র বলেন, ” শুভেন্দুর সব চিঠি লেখা হয়ে গেলে সব প্রেমপত্র পাঠিয়ে দেবেন কোনও এক পুজো সংখ্যায় অপ্রকাশিত পত্রাবলী বলে আমরা ছাপিয়ে দেব।”
পাটুলির উপনগরী উদ্যানে সম্প্রতি ফুটবল ম্যাচে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মন্ত্রী বাবুল সুপ্রিয়, কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ, যুবনেত্রী সায়নী ঘোষ, গায়ক নচিকেতা চক্রবর্তী, ফুটবলার বাইচুং ভুটিয়া, ১০১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্ত, ২৮ নম্বর বোর্ডের কাউন্সিলর অয়ন চক্রবর্তী সহ অন্যান্য বিশিষ্টরা। প্রদীপ প্রজ্জ্বলন করে অনুষ্ঠানের সূচনা হয়। এলাকার সুস্থ সংস্কৃতির বজায় রেখে খেলাধুলার মাধ্যমে এক সুন্দর পরিবেশ গড়ে তোলার কথা বলেন কুণাল ঘোষ। পাশাপাশি এই ধরনের সম্প্রতি ম্যাচ আয়োজনের জন্য তিনি বাপ্পাদিত্য দাশগুপ্তকে শুভেচ্ছা জানান। দর্শকের অনুরোধে দুকলি গান গেয়ে শোনান যুবনেত্রী সায়নী ঘোষ। এলাকায় এলাকায় এই ধরনের উদ্যোগ যে নিঃসন্দেহে এক শুভ ভাবনাকে সকলের মধ্যে সঞ্চারিত করতে সাহায্য করে, সে কথাই উল্লেখ করেন উপস্থিত অতিথিরা।
আরও পড়ুন- বেসরকারিকরণের দিকে আরও একধাপ এগোল মেট্রো, শুরু হচ্ছে পিক আপ অ্যান্ড ড্রপ অফ পরিষেবা