রিজার্ভ ব্যাঙ্ক শুক্রবারই ঘোষণা করেছে যে ২০০০ টাকার নোট বাজার থেকে তুলে নেওয়া হবে। এরপরই কী ভাবে নোটবদল করা যাবে, তা নিয়ে বিভ্রান্তি ছড়াতে থাকে।এই পরিস্থিতিতে স্টেট ব্যাঙ্কের তরফে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হল, কী ভাবে ২০০০ টাকার নোট ব্যাঙ্কে জমা দেওয়া যাবে কিংবা বদলে নেওয়া যাবে।
রবিবার স্টেট ব্যাঙ্কের তরফে জানিয়ে দেওয়া হয়েছে, ২০০০ টাকার নোট জমা দিতে হলে বা বদলাতে গেলে কাউকে কোনও পরিচয়পত্র দেখাতে হবে না, নির্দিষ্ট কোনও ফর্মপূরণও করতে হবে না। তবে এক লপ্তে মোট দশটি ২০০০ টাকার নোট ব্যাঙ্কে জমা দেওয়া যাবে কিংবা বদলানো যাবে।
স্টেট ব্যাঙ্কের তরফে রবিবার স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, ব্যাঙ্কের গ্রাহক নন এমন ব্যক্তিরাও নোট বদলানোর সুযোগ পাবেন।এ ক্ষেত্রে কোনও অতিরিক্ত অর্থ দিতে হবে না বলেও জানিয়ে দেওয়া হয়েছে।
শুক্রবার রিজার্ভ ব্যাঙ্ক জানিয়েছিল, ২ হাজার টাকার নোট থাকলে, তা ২৩ মে থেকে ৩০ সেপ্টেম্বরের মধ্যে ব্যাঙ্কে জমা করতে হবে। দেশের শীর্ষ ব্যাঙ্কের তরফে জানানো হয়, তাদের ১৯টি আঞ্চলিক অফিসে এবং বিভিন্ন ব্যাঙ্কে ২০০০ টাকার নোট বদলে দেওয়া হবে। কেউ চাইলে ২০০০ টাকার নোটে টাকাও জমা রাখতে পারবেন ব্যাঙ্কে। প্রয়োজনে নোট বদল করার সময় আরও বাড়ানো হবে বলেও জানিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক।







































































































































