বজবজের বাজি কারখানায় আ.গুন, ভস্মীভূত বাড়ি, মৃ.ত ৩

0
1

বজবজের বাজি কারখানায় আগুন। বজবজের নন্দরামপুর দাসপাড়া এলাকায় বেআইনি বাজি কারখানায় আগুন। বাড়ির মধ্যে বসেই বাজি বানানোর অভিযোগ। এই ঘটনায় অগ্নিদদ্ধ হয়ে তিনজনের মৃত্যু হয়েছে। তবে স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। আহত অনেকে। মৃতদের মধ্যে একজন নাবালিকা ও একজন শিশু বলে জানা গিয়েছে।

বাড়িটির উপরে দোতলায় কাজ হচ্ছিল। জানা গেছে, এদিন হঠাৎ বিকট শব্দে ভয় পেয়ে যান এলাকাবাসীরা। দমকল আসার আগেই আগুন নেভানোর কাজ শুরু করেছিলেন স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে দমকলের তিন ইঞ্জিন পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। বাড়িটিতে বাজি তৈরির কাজ চলত বলেই স্থানীয়দের দাবি। তুবড়ি বানানোর কাজ হতো। উপরের ঘরে গুদাম করে বাজি রাখা হত বলেও খবর। বাড়িটি আগুনে ভেঙে পড়ে গেছে। ছাইয়ের স্তূপে পরিণত হয়েছে। যদিও প্রশাসনের দাবি, বাজি বানাতে গিয়ে নয়, অন্য কোনও কারণে আগুন লেগেছে। পুলিশ সূত্রের খবর, এখনও পর্যন্ত ৩ জনের মৃত্যুর খবর মিলছে। তাদের মধ্যে একজন নাবালিকা। ওই বাড়িটির গৃহবধূ এবং তাঁর শিশুও মারা গিয়েছে বলে সূত্রের খবর। মৃতদের মধ্যে দুজনের পরিচয় মিলেছে, পম্পা হাটি ও জয়শ্রী হাটি। এই ঘটনায় আপাতত একজনকে গ্রেফতার করেছে পুলিশ।

আরও পড়ুন- কাঁথি দুর্নী.তি কাণ্ডে অধিকারী ব্রাদার্সকে কেন অ্যারেস্ট নয়, ফের প্রশ্ন ছুঁড়লেন কুণাল