ইংলিশ প্রিমিয়ার লিগ চ‍্যাম্পিয়ন ম‍্যাঞ্চেস্টার সিটি

0
2

ইংলিশ প্রিমিয়ার লিগ চ‍্যাম্পিয়ন ম‍্যাঞ্চেস্টার সিটি। শনিবার প্রিমিয়র লিগের খেতাব জয় নিশ্চিত করল তারা। লিগের দ্বিতীয় স্থানে থাকা আর্সেনাল শনিবার রাতে নটিংহ্যাম ফরেস্টের কাছে হেরে যাওয়ায় ফলে ইপিএল-এর শিরোপা নিশ্চিত করল পেপ গুয়ার্দিওলার দল। নটিংহ্যামের মাঠে শনিবার প্রিমিয়র লিগের ম্যাচে ১-০ গোলে হেরে যায় আর্সেনাল। আর এর ফলে তিন ম্যাচ বাকি থাকতেই শিরোপা জয়ের উৎসবে মাতল ম‍্যানসিটি।

বহু বছর পর প্রিমিয়ার লিগ জেতার স্বপ্ন দেখাচ্ছিল আর্সেনাল। মিকেল আর্তেতার কোচিংয়ে চলতি মরশুমে গোটা দলই ছন্দবদ্ধ ফুটবল খেলছিল। তবে হঠাৎই হয় ছন্দপতন।একের পর এক ম্যাচে পয়েন্ট খোয়াতে থাকে তারা। সিটির সঙ্গে এক সময়ে ১০ পয়েন্টের বেশি ব্যবধান ছিল তাদের। সেই পয়েন্ট ক্রমশ কমতে থাকে। পয়েন্টে আর্সেনালকে টপকে যায় সিটি। আর শেষেমেশ চ‍্যাম্পিয়ন হল সিটি। লিগ টেবিলে ৩৫ ম্যাচে চ্যাম্পিয়ন সিটির পয়েন্ট ৮৫। দুই ম্যাচ বেশি খেলে আর্সেনালের পয়েন্ট ৮১। তৃতীয় স্থানে নিউক‍্যাসেল ইউনাইটেড। ৩৬ ম‍্যাচে তাদের পয়েন্ট ৬৯। সমসংখ‍্যক ম‍্যাচ খেলে একই পয়েন্ট নিয়ে লিগে চতুর্থ স্থানে ম‍্যাঞ্চেস্টার ইউনাইটেড।

আরও পড়ুন:আশা শেষ কলকাতার, লখনৌর কাছে হারল ১ রানে