পিকআপ ভ্যানের সংঘর্ষে মৃত্যু হল তিন বাইক আরোহীর। রবিবার সাতসকালে ঘটনাটিকে কেন্দ্র করে উত্তজনা ছড়ায় আগরপাড়ার তেঁতুলতলা মোড় এলাকায়। ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে খড়দহ থানার পুলিশ।

আরও পড়ুন:শুটিং সেরে বাড়ি ফেরার পথে মৃ*ত্যু জনপ্রিয় অভিনেত্রীর!
জানা গেছে, ডানলপের দিক থেকে ব্যারাকপুরের দিকে যাচ্ছিল বাইকটি। বিটি রোড ধরে যাচ্ছিলেন তিন জন যুবক। বাইকের গতি খুব বেশি ছিল বলে জানাচ্ছেন কয়েক জন প্রত্যক্ষদর্শী। পানিহাটি তেতুলতলা মোড়ের কাছে দমকল অফিসের সামনে বিটি রোডে একটি পিকআপ ভ্যানের সঙ্গে সংঘর্ষ হয় বাইকটির। তিন জন যুবকই বাইক থেকে ছিটকে পড়েন বিটি রোডে। ঘটনাস্থলেই দু’জনের মৃত্যু হয়। কিছুক্ষণ ক্ষণিকে মৃত্যু হয় তৃতীয় জনেরও।
দুর্ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় এলাকায়। পরে খড়দহ থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মৃতদের পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ।









































































































































