বারাক ওবামা সহ ৫০০ মার্কিনির উপর নিষেধাজ্ঞা জারি মস্কোর

0
2

রাশিয়া(Russia) প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হল প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা(Barak Obama) সহ ৫০০ জনের উপর। ইউক্রেনের সঙ্গে যুদ্ধ পরিস্থিতির জেরে রাশিয়ার বিরুদ্ধে নানা ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করেছে আমেরিকা(America)। এর পাল্টা দিয়েই শুক্রবার আমেরিকার উপর নিষেধাজ্ঞা জারি করল রাশিয়া(Russia)।

রাশিয়ার তরফে যে ৫০০ জনের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে সেই তালিকায় আছেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা, টেলিভিশন উপস্থাপক স্টিফেন কোলবার্ট, জিমি কিমেল, শেথ মেয়ার্স এবং সিএনএনের সাংবাদিক ইরিন বার্নেট-সহ একাধিক নাম। জানা গিয়েছে, ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধের কারণে মস্কোর বিরুদ্ধে ওয়াশিংটন নতুন করে আরও কিছু নিষেধাজ্ঞা চাপিয়েছে। শুক্রবারই আমেরিকা নতুন করে শতাধিক সংস্থা ও ব্যক্তির বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করেছে। রাশিয়ার অর্থনীতিকে ধাক্কা দিতেই এই পদক্ষেপ ওয়াশিংটনের। তারই পাল্টা হিসেবে এই পদক্ষেপ নেয় রাশিয়া। এদিন রাশিয়া পালটা নিষেধাজ্ঞা জারি করার সময় যে বিবৃতি পেশ করেছে তাতে সেইদিকেই ইঙ্গিত করে বলা হয়েছে, “অনেক আগেই ওয়াশিংটনের বুঝে নেওয়া উচিত ছিল রাশিয়ার বিরুদ্ধে একটা শত্রুতাপূর্ণ পদক্ষেপেরও জবাব বকেয়া থাকবে না।” নয়া তালিকায় যুক্তরাষ্ট্রের কয়েকজন সেনেটর, কংগ্রেসম্যান ও বিশিষ্ট ব্যক্তিদেরও যুক্ত করেছে মস্কো। রাশিয়ার বিদেশমন্ত্রক এক বিজ্ঞপ্তিতে এই নিষেধাজ্ঞার কথা জানিয়েছে।