পাঞ্জাব কিংসের বিরুদ্ধে জয় পেল রাজস্থান রয়্যালস। এদিন পাঞ্জাবকে ৪ উইকেটে হারায় রাজস্থান। রাজস্থানের হয়ে অর্ধশতরান যশস্বী জসওয়াল এবং পাড্ডিকালের। বল হাতে তিন উইকেট নভদীপ সাইনির।

ম্যাচে এদিন টসে জিতে বল করার সিদ্ধান্ত নেন রাজস্থান অধিনায়ক সঞ্জু স্যামসন। প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ৫ উইকেট হারিয়ে ১৮৭ রান করে পাঞ্জাব। পাঞ্জাবের হয়ে সর্বোচ্চ রান করেন সাম কুরান। ৪৯ রানে অপরাজিত তিনি। ৪৪ রান করেন জীতেশ শর্মা। ৪১ রানে অপরাজিত শাহরুখ খান। ১৭ রান করেন অধিনায়ক শিখর ধাওয়ান। রাজস্থানের তিন উইকেট নেন নভদীপ সাইনি। একটি করে উইকেট নেন বোল্ট এবং অ্যাডাম জাম্পা।
জবাবে ব্যাট করতে নেমে জয় তুলে নেয় রাজস্থান। সৌজন্যে যশস্বী এবং পাড্ডিকালের অর্ধশতরান। ৫০ রান করেন যশস্বী। ৫১ রান করেন পাড্ডাকাল। শূন্যরান করেন জস বাটলার। সঞ্জু করেন ২ উইকেট। ৪৬ রান করেন হিটমায়ার। পাঞ্জাবের হয়ে দুই উইকেট নেন রাবাডা। একটি করে উইকেট নেন সাম কুরান, অর্শদীপ সিং, নাথান ইলিশ এবং রাহুল চাহার।
আরও পড়ুন:মেসিকে দলে নিতে বিপুল প্রস্তাব দিতে চলেছে আল হিলাল : সূত্র














































































































































