ভ.য়াবহ ছবি! মাধ্যমিকে ‘ফার্স্ট ডিভিশন’-র হার মাত্র ১৩ শতাংশ

0
4

শুক্রবারই প্রকাশিত হয়েছে চলতি বছরের মাধ্যমিকের রেজাল্ট (Madhyamik Exam Result)। মেধাতালিকায় (Merit List) অর্থাৎ প্রথম দশের মধ্যে রয়েছে ১১৮ নাম। যা দেখে স্বাভাবিক ভাবেই ধারণা করা যাচ্ছে, পরীক্ষার ফল খুব ভালো হয়েছে, সবাই অনেক নম্বর পেয়েছে। কিন্তু বাস্তবে কি সত্যিই তাই? অনেকেই মনে করছেন, পাশের হার গত বছরের তুলনায় প্রায় একই থাকলেও তার মধ্যে প্রথম বিভাগে পাশ করার হার আশঙ্কাজনকভাবে কম। পর্ষদের তথ্য অনুযায়ী, চলতি বছর যে ৬ লক্ষ ৪২ হাজার ৩২১ জন ছাত্রছাত্রী মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল, তার মধ্যে ৬০ শতাংশ বা তার বেশি অর্থাৎ ফার্স্ট ডিভিশন (First Division) পেয়েছে মাত্র ১৩.৬৭ শতাংশ পড়ুয়া!

চলতি বছর ২৩ ফেব্রুয়ারি শুরু হয়েছিল মাধ্যমিক পরীক্ষা এবং শেষ হয় ৪ মার্চ। তবে এবছর পরীক্ষায় পাশ করেছে মোট ৫ লক্ষ ৬৫ হাজার ৪২৮ জন অর্থাৎ পাশের হার ৮৬.১৫ শতাংশ। আগের বছর পাশের হার ছিল ৮৬.৬০ শতাংশ অর্থাৎ এবছরের তুলনায় সামান্য বেশি। আগের বার পরীক্ষার্থীর (Candidates) সংখ্যাও ছিল অনেকটাই বেশি, প্রায় ১১ লক্ষ।

 

তবে পাশ করা পরীক্ষার্থীদের মধ্যে প্রথম বিভাগে পাশ করেছে মাত্র ১৩.৬৭ শতাংশ পড়ুয়া! কিন্তু কেন এমন ঘটল? এর পিছনে কারণ কী? সেই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে দেখা যাচ্ছে প্রধানত কোভিড (Covid) পরিস্থিতিই এর জন্য দায়ী। চলতি বছর মাধ্যমিক পরীক্ষার আগে ছাত্রছাত্রীরা মহামারী পরিস্থিতি দেখে এসেছে। আর সেই পরিস্থিতিকে কেন্দ্র করেই ছেলেমেয়েরা পড়াশোনা থেকে অনেকটা বিচ্ছিন্ন হয়ে পড়ে বলে ধারণা অভিজ্ঞ মহলের।

পাশাপাশি এবারের মাধ্যমিক পরীক্ষার ফলাফল পর্যালোচনা করে দেখলে বোঝা যাবে কলকাতা থেকে হয়তো কেউ মেধা তালিকায় নেই। কিন্তু এই যে ৬০ শতাংশর বেশি প্রাপ্ত যেটুকু সংখ্যা সামনে আসছে, সেটা বেশিরভাগ ক্ষেত্রেই শহরাঞ্চল থেকে। অন্যদিকে, কোভিডকালে অনলাইন পড়াশোনার (Online Class) ফলে পড়ুয়াদের মধ্যে একটা আলস্যের পরিবেশ তৈরি হয়েছে, সেই বিষয়টিকে বেশ গুরুত্ব সহকারে দেখছেন বিশেষজ্ঞরা।