আশা শেষ কলকাতার, লখনৌর কাছে হারল ১ রানে

0
1

আইপিএল-এর প্লে-অফের আশা শেষ হয়ে গেল কলকাতা নাইট রাইডার্সের। এদিন লখনৌ সুপার জায়ান্টসের কাছে ১ রানে হারল নীতীশ রানার দল। এই জয়ের ফলে প্লে-অফে চলে গেল লখনৌ। লখনৌ-এর দুরন্ত ইনিংস নিকোলাস পুরানের।

ম‍্যাচে এদিন টসে জিতে বল করার সিদ্ধান্ত নেন কেকেআর অধিনায়ক নীতীশ রানা। প্রথমে ব‍্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ৮ উইকেট হারিয়ে ১৭৬ রান করে লখনৌ। লখনৌ-এর হয়ে দুরন্ত ইনিংস খেলেন পুরান। ৫৮ রান করেন তিনি। ৩ রান করেন করন শর্মা। ২৮ রান করেন ডি’কক। স্টোইনিস করেন শূন‍্য রান। ৯ রান করেন ক্রুনাল পান্ডিয়া। কেকেআরের হয়ে দুটি করে উইকেট নেন বৈভব আরোরা, শার্দুল ঠাকুর এবং সুনীল নারীন। একটি করে উইকেট নেন হর্ষিত রানা এবং বরুণ চক্রবর্তী।

জবাবে ব‍্যাট করতে নেমে ১৭৫ রানে শেষ হয়ে যায় নাইটদের ইনিংস। নাইটদের হয়ে লড়াই চালান রিঙ্কু সিং। ৬৭ রানে অপরাজিত তিনি। ৪৫ রান করেন জেসন রয়। ২৪ রান করেন ভেঙ্কটেস আইয়র। নীতীশ রানা করেন ৮ রান। লখনৌর হয়ে দুটি করে উইকেট নেন রবি বিষ্ণোই এবং যশ ঠাকুর। একটি করে উইকেট পান ক্রুনাল পান্ডিয়া এবং গৌতম।

আরও পড়ুন:কলকাতায় এসে এগরোল খেয়েই সময় কাটিয়ে দিতেন বিরাট, জানালেন ইশান্ত