ম‍্যাচ জিতলেও লজ্জার নজির গড়লেন রাজস্থান ব‍্যাটার জস বাটলার

0
2

শুক্রবার পাঞ্জাব কিংসের বিরুদ্ধে ৪ উইকেটে জয় পায় রাজস্থান রয়‍্যালস। এই ম‍্যাচ জয়ের ফলে প্লে-অফের আশা বাঁচিয়ে রাখে সঞ্জু স‍্যামসনের দল। তবে ম‍্যাচ জিতলেও লজ্জার নজির গড়েন রাজস্থান ব‍্যাটার জস বাটলার। শুক্রবার পাঞ্জাবের বিরুদ্ধে শূন‍্য রান করেন তিনি। আর শূন‍্য রান করতে নজির গড়েন বাটলার। পর পর তিন ম্যাচে শূন্য রানে আউট হলেন তিনি। শুক্রবারের ম্যাচে বাটলার ৪ বল খেলে কোনও রান করতে পারেননি। রান না করায় এই নিয়ে এবারের আইপিএলে পাঁচটি ম্যাচে শূন্য রানে আউট হলেন তিনি।

বাটলারের আগে এই রেকর্ড আর কোনও ক্রিকেটারের নেই। কোন ক্রিকেটার কোনও এক বছরের আইপিএলে পাঁচটি ইনিংসে শূন্য রানে আউট হননি। এক মরশুমে সব থেকে বেশি বার শূন্য রানে আউট হওয়ার নজির ছিল হার্সেল গিবসের। ২০০৯ সালের আইপিএলে ডেকান চার্জাসের হয়ে চারটি ম্যাচে শূন্য রানে আউট হয়েছিলেন তিনি।

আরও পড়ুন:পাঞ্জাবের বিরুদ্ধে খেলতে নেমে একাধিক রেকর্ড যশস্বীর