দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে দুরন্ত জয় পেল চেন্নাই সুপার কিংস। ৭৭ রানে ওয়ার্নারদের হারাল ধোনির দল। আর এই জয়ের ফলে আইপিএল-এর প্লে-অফে দ্বিতীয় দল হিসাবে চলে গেল সিএসকে। চেন্নাইয়ের হয়ে দুরন্ত ইনিংস খেলেন কনওয়ে। ৮৭ রান করেন তিনি। ৭৯ রান করেন রুতুরাজ গায়কোওয়াড।

ম্যাচে এদিন টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন সিএসকে অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ৩ উইকেট হারিয়ে ২২৩ রান করে চেন্নাই। চেন্নাইয়ের হয়ে দুরন্ত ইনিংস খেলেন কনওয়ে। ৮৭ রান করেন তিনি। ৭৯ রান করেন রুতুরাজ গায়কোওয়াড। ২২ রান করেন শিভম দুবে। ৫ রানে অপরাজিত ধোনি। ২০ রানে অপরাজিত রবীন্দ্র জাদেজা। দিল্লির হয়ে একটি করে উইকেট নেন খলিল আহমেদ, নর্টেজে এবং চেতন শাকারিয়া।

জবাবে ব্যাট করতে নেমে ১৪৬ রানে গুটিয়ে যায় দিল্লির ইনিংস। ব্যর্থ গেল ওয়ার্নারের ৮৬ রান। পাঁচ রান করেন পৃথ্বী শা। সল্ট করেন তিন রান। চেন্নাইয়ের হয়ে তিন উইকেট দীপক চাহার। দুটি করে উইকেট নেন মহেশ এবং পথিরানা। একটি করে উইকেট নেন তুষার দেশপান্ডে এবং রবীন্দ্র জাদেজা।
এদিকে দিল্লি বনাম চেন্নাই ম্যাচে এই মরশুমের ১০০০তম ছয় হয়ে গেল। সেই ছয়টি মারলেন চেন্নাইয়ের ডেভন কনওয়ে। দিল্লির স্পিনার ললিত যাদবের বলে সোজাসুজি শট খেলে ১০০০তম ছয়টি মারেন কনওয়ে।
আরও পড়ুন:ইন্টারকন্টিনেন্টাল কাপের জন্য ঘোষণা ভারতের ২৭ সদস্যের দল














































































































































