নবজোয়ার কর্মসূচি থেকে ফেরার সময় ডানকুনি টোল প্লাজায় সমর্থকদের শুভেচ্ছা ও অভিনন্দনে ভাসলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিন ডানকুনি হয়ে কলকাতা ফিরবেন এই খবর পাওয়া মাত্র ডানকুনি টোল প্লাজায় দলীয় পতাকা নিয়ে ভিড় জমান তৃণমূলের কর্মী সমর্থকরা।তাদের ইচ্ছা শুধু তাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে একবার সামনে থেকে দেখা।সমর্থকদের নিরাশ করেননি অভিষেক।
এদিন ডানকুনি টোল প্লাজা পেরোনোর সময় সেখানে অপেক্ষা করে থাকা কর্মী সমর্থকদের উদ্দেশ্যে হাত নাড়েন ও প্রণাম জানান।আর এই টুকু সময় অভিষেককে সামনে থেকে দেখতে পেয়ে খুশি তৃণমূলের কর্মী সমর্থকরা।এদিন অভিষেককে দেখার জন্য যে ভিড় জমেছিল অল্প সময়ের জন্য তা ছিল চোখে পড়ার মতো।

 



 
 
 
 
































































































































