বিস্ফো.রণ কাণ্ড: এগরা থানার IC মৌসম চক্রবর্তীকে সরিয়ে দায়িত্বে স্বপন গোস্বামী

0
2

এগরায় বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণের ঘটনায় আরও কড়া পদক্ষেপ নিল নবান্ন(Nabanna)। বিস্ফোরণের দিনই এগরা থানার আইসির(IC) বিরুদ্ধে পদক্ষেপের কথা জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। শোকজ ও করা হয় আইসি মৌসম চক্রবর্তীকে। এবার এগরা থানার দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হল তাঁকে। মৌসম চক্রবর্তীর পরিবর্তে ওই জায়গায় দায়িত্ব দেওয়া হয়েছে হুগলি গ্রামীণ পুলিশের সাইবার ক্রাইম থানার আইসি স্বপন গোস্বামীকে। এবং স্বপন চক্রবর্তীর জায়গায় পাঠানো হয়েছে মৌসম চক্রবর্তীকে।

মঙ্গলবার ভয়াবহ বিস্ফোরণে কেঁপে ওঠে এগরার খাদিকুল। সেই ঘটনায় মৃত্যু হয় ৯ জনের। বেআইনি এই বাজি কারখানার মালিক ও মূল অভিযুক্ত কৃষ্ণপদ বাগ ওরফে ভানুকে গ্রেফতারের নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। ঘটনার পর আহত হয়ে ওড়িশায় কটকে এক হাসপাতালে ভর্তি হয়েছিলেন ভানু। রাজ্য পুলিশের সিআইডি গ্রেফতার করে তাঁকে। যদিও গুরুতর আহত অবস্থায় শুক্রবার সকালে হাসপাতালেই মৃত্যু হয় তাঁর। এদিকে এগরা কাণ্ড থেকে সতর্ক হয়ে ইতিমধ্যেই রাজ্যপুলিশকে নির্দেশিকা পাঠিয়েছে নবান্ন। যেখানে বলা হয়েছে, রাজ্যে যেখানে যত বেআইনি বাজি কারখানা রয়েছে সব বন্ধ করার। এবং পুনরায় যাতে এই কারখানাগুলি চালু না হয় সেদিকে নজর রাখার। পাশাপাশি এই সব কারখানার কর্মীদের বিপল্প কর্মসংস্থানের ব্যবস্থারও নির্দেশ দেয় নবান্ন।