বড়পর্দায় ফের টেনিদা, শুক্রবারেই বলিউডে ফিরলো লকডাউনের স্মৃতি!

0
1

ছোট বড় সকলের প্রিয় টেনিদা (Teni Da) ফের ফিরছেন বড়পর্দায়।আজ ১৯ মে মুক্তি পেল ‘টেনিদা এন্ড কোম্পানি'(Tenida and Company), সাহিত্যিক নারায়ণ গঙ্গোপাধ্যায়ের আইকনিক চরিত্রকে বাঙালি দর্শকদের কাছে নিয়ে আসছেন পরিচালক সায়ন্তন ঘোষাল (Sayantan Ghoshal)। টেনিদার চরিত্রে অভিনয় করছেন কাঞ্চন মল্লিক (Kanchan Mallick)। ক্যাবলার চরিত্রে গৌরব চক্রবর্তী। ‘টেনিদা এন্ড কোম্পানি’ এই গরমে ছুটিতে যাচ্ছে দার্জিলিং আর সেখানেই রহস্যে ঘেরা দুর্দান্ত সফর উপভোগ করতে তৈরি বাঙালি।

জালান ইন্টারন্যাশনাল ফিল্মস(Jalan International Films) প্রযোজিত অনির্বাণ চক্রবর্তী পরিচালিত ‘নন্টে ফন্টে’ মুক্তি পেয়েছে আজ। নারায়ন দেবনাথের দুষ্টু মিষ্টি চরিত্রদের সঙ্গে আরও একবার ছোটবেলায় ফিরে যাওয়ার অভিজ্ঞতা লাভের সুযোগ মিলবে এই ছবিতে, এমনটাই মত কলাকুশলীদের।

বলিউডে এই শুক্রবার লকডাউন পর্বে ফিরেছেন সিনেপ্রেমীরা। করোনাকালে বদলে যাওয়া জীবনের ফ্ল্যাশব্যাক আর তার সঙ্গে নতুন করে বাঁচতে শেখার মেলবন্ধন রাজেশ গুপ্তর ছবি ‘আনলক জিন্দেগি’। ছবিতে নামী কোনও তারকা না থাকলেও ইতিমধ্যেই বিশ্বের বিভিন্ন প্রান্তে বিশেষজ্ঞদের কাছে প্রশংসা পেয়েছে এই সিনেমা। তারিক ভাট পরিচালিত ‘ওয়েলকাম টু কাশ্মীর’ মুক্তি পেয়েছে ১৯ মে ২০২৩- এ। মাটিনা রাজপুত অভিনীত এই সিনেমায় কাশ্মীরে কিডন্যাপ হয়ে যাওয়া এক মেয়ের লড়াইয়ের কথা বলা হয়েছে। আরও এক হিন্দি ছবি ‘এইট এ.এম মেট্রো’ মুক্তি পেল আজ। দুই অচেনা মানুষের একই সময়ে মেট্রো সফরের মাঝে তৈরি হওয়া বন্ধুত্ব এবং তার অনিবার্য পরিণতির গল্প বলবে এই ছবি। মুখ্য চরিত্রে অভিনয় করেছেন গুলশান দেভাইয়া এবং সৈয়ামি খের।