জাতির জনক মহাত্মা গান্ধীর(Mahatma Gandhi) সঙ্গে নরেন্দ্র মোদিকে(Narendra Modi) এক আসনে বসিয়ে দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ(Amit Shah)। দাবি করলেন, আধুনিক ভারত গঠনে ৪জন গুজরাটির সবচেয়ে বেশি ভূমিকা। সেই তালিকায় মহাত্মা গান্ধী, নরেন্দ্র মোদির পাশাপাশি তিনি বলেন, সর্দার বল্লভভাই প্যাটেল এবং মোরারজি দেশাই। তবে শাহের এহেন মন্তব্যে বিতর্ক তৈরি হয়েছে। বিশেষ করে মহাত্মা গান্ধীর সঙ্গে একাসনে নরেন্দ্র মোদিকে বসানোয় ক্ষুব্ধ গান্ধী প্রেমীরা।

বৃহস্পতিবার দিল্লিতে শ্রীদিল্লি গুজরাটি সমাজ নামের এক সংগঠনের অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন অমিত শাহ। সেখানেই তিনি বলেন, মহাত্মা গান্ধী, সর্দার বল্লভভাই প্যাটেল, মোরারজি দেশাই এবং নরেন্দ্র মোদি, আধুনিক ভারতের ইতিহাসে এই চার গুজরাটির অবদান সবচেয়ে বেশি। শাহর দাবি, গুজরাটিরা আজ গোটা বিশ্বে ছড়িয়ে আছে। সব ধরনের সমাজ, সব শ্রেণির মানুষের সঙ্গে এরা অনায়াসে মিশে যেতে পারে, সব শ্রেণির মানুষের সেবাও করতে পারে। যে চার ব্যক্তির কথা তিনি উল্লেখ করেছেন, তাঁদের অবদান সম্পর্কে শাহর বক্তব্য, “মহাত্মা গান্ধী এই দেশকে স্বাধীন করেছেন। সর্দার প্যাটেলের জন্য দেশ একত্রিত হয়েছে। মোরারজি দেশাইয়ের জন্য দেশে গণতন্ত্র ফিরেছে। আর নরেন্দ্র মোদির জন্য আজ গোটা বিশ্বে ভারত বন্দিত।”
তবে দেশ গঠনে বাকি তিনজনের অবদান স্বীকার করে নিলেও এই তালিকায় নরেন্দ্র মোদিকে বসানোর বিষয়টি মেনে নিতে পারছেন না অনেকেই। একই সঙ্গে আরও একটা প্রশ্ন উঠছে, আলাদা করে চার গুজরাটির নাম নিয়ে দেশের ইতিহাসে বাকি ব্যক্তিত্বদের কি খাটো করে দেখালেন স্বরাষ্ট্রমন্ত্রী?













































































































































