বাতিল হচ্ছে ২০০০ টাকার নোট, সিদ্ধান্ত রিজার্ভ ব্যাঙ্কের!

0
2

ফের নোট বাতিল, আর ব্যবহার করা যাবে না ২০০০ টাকার নোট। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (RBI) তরফ থেকে জানিয়ে দেওয়া হলো আগামী ৩০ সেপ্টেম্বরের পর আর ব্যবহার করা যাবে না ২০০০ টাকার নোট (Two thousand rupees note)। RBI জানিয়েছে আর এই নোট ছাপা হবে না।

২০১৬ সালের ৮ নভেম্বর তারিখে ভারতে পুরনো ৫০০ এবং ১০০০ টাকার নোট বাতিলের ঘোষণা করেন নরেন্দ্র মোদি(Narendra Modi)। সাত বছর পর ফের নোট বাতিলের সিদ্ধান্ত। আগামী ২৩ তারিখ থেকে সব ২ হাজার টাকার নোট বদলের প্রক্রিয়া শুরু হবে। একসঙ্গে ২০,০০০ টাকা পর্যন্ত নোট বদল করা যাবে। অক্টোবরের পয়লা থেকে বাজারে আর দু হাজার টাকার নোট চলবে না।