পাঞ্জাবের বিরুদ্ধে জয় পেয়ে কী বললেন দিল্লির অধিনায়ক?

0
2

গতকাল পাঞ্জাব কিংসের বিরুদ্ধে দুরন্ত জয় পায় দিল্লি ক‍্যাপিটালস। ধরমশালায় শিখর ধাওয়ানদের ১৫ রানে হায়ায় ডেভিড ওয়ার্নারের দল। আর এই জয় পেয়ে উচ্ছ্বসিত দিল্লি অধিনায়ক। তবে ঘরের মাঠে নিজেদের সেরা পারফরম্যান্স না দিতে পারার আক্ষেপ যাচ্ছে না ওয়ার্নারের।

ম‍্যাচের পর দিল্লির অধিনায়ক বলেন,” আমরা আমাদের শক্তির ওপর ভরসা রেখেছি। তবে আমাদের ঘরের মাঠে ধারাবাহিকতা দরকার ছিল। আমরা ঘরে মাঠে ভালো কাজ করতে পারিনি। এই জয় ভালো লাগছে। এই দু’পয়েন্ট পেয়ে ভালো লাগছে।”

মাঠে ফিরেই অর্ধশতরান পৃথ্বী শা-এর। ৫৪ রান করেন তিনি। পৃথ্বীর ইনিংসে মুগ্ধ দিল্লির অধিনায়ক। মুগ্ধ রসৌওর ইনিংসেও। এই নিয়ে তিনি বলেন,”পৃথ্বীর প্রভাব দেখতে ভালো লাগলো। রিলি রসৌও ভালো করেছেন।”

বুধবার পাঞ্জাবের বিরুদ্ধে প্রথমে ব‍্যাট করতে নেমে ২১৩ রান করে দিল্লি। ৮২ রানে অপরাজিত রসৌও। জবাবে ব‍্যাট করতে নেমে ১৯৮ রানে গুটিয়ে যায় পাঞ্জাবের ইনিংস।

আরও পড়ুন:ইস্টবেঙ্গলে ক্রাউড ফান্ডিং, লাল-হলুদে কুয়াদ্রাতের সহকারী বিনো জর্জ