পালিয়েও পার পেলেন না এগরা বিস্ফোরণকাণ্ডে মূল অভিযুক্ত ভানু বাগ ওরফে কৃষ্ণপদ বাগ। ওড়িশা থেকে গুরুতর আহত অবস্থায় ভানুকে গ্রেফতার করেছে সিআইডি। গ্রেফতার করা হয়েছে ভানুর ছেলে, পৃথ্বীজিৎ বাগ ও তার ভাগ্নেকেও। তাদের এগরায় জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে আসা হচ্ছে। ভানুকে ওড়িশা পুলিশের নজরদারিতে হাসপাতালে ভর্তি রাখা হয়েছে।

বিস্ফোরণের পরই অগ্নিদগ্ধ অবস্থায় বাইকে চেপে ওড়িশা চম্পট দিয়েছিলেন ভানু।খবর পেতেই পুলিশও ওড়িশায় ভানুকে গ্রেফতারের উদ্দেশে রওনা দেয়। এরপর বুধবার মোবাইলের টাওয়ার লোকেশন ধরে তাঁর খোঁজ শুরু করে রাজ্য় পুলিশ ও সিআইডি। ওড়িশায় পৌঁছে যায় পুলিশের টিমও।বুধবার মাঝরাতে খবর মেলে কটকের এক হাসপাতালে চিকিৎসাধীন অগ্নিদগ্ধ ভানু।ওড়িশা পুলিশকে সঙ্গে নিয়ে হাসপাতালে যায় সিআইডি ও রাজ্য পুলিশ। এবং বিস্ফোরণের ৪৮ ঘণ্টার মধ্যেই সিআইডি গ্রেফতার করে বেআইনি বাজি কারখানার মালিক তথা এগরা বিস্ফোরণকাণ্ডের মূল অভিযুক্ত ভানু বাগ এবং তাঁর ছেলে ও ভাগ্নে। আপাতত হাসপাতালেই ভানুকে নজরবন্দী করে রাখা হয়েছে।








































































































































