ফের রাজ্যে আবহাওয়া বদল,তাপপ্রবাহের সতর্কতা জারি

0
2

মোকা-র পরোক্ষ প্রভাবে এ রাজ্যের উপকূলবর্তী এলাকায় আকাশ মেঘলা থাকবে। ফের রাজ্যে আবহাওয়া বদল। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর নদিয়া জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা থাকলেও পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান ও বীরভূমে তাপপ্রবাহের সম্ভাবনা। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া এবং মুর্শিদাবাদে। উত্তরবঙ্গের সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা।

আবহাওয়া দফতর সূত্রে খবর, বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমানে তাপপ্রবাহের সতর্কতা জারি। তবে তারপর থেকে সাময়িক হাওয়া বদলের সম্ভাবনা। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া এবং মুর্শিদাবাদে। বুধবার উত্তরবঙ্গের সব জেলাতে বৃষ্টির সম্ভাবনা।কবে জুড়োবে দহনজ্বালা, অপেক্ষায় বাংলা।বীরভূমে আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৪২  ডিগ্রি সেলসিয়াস। দিনের সর্বনিম্ন তাপমাত্রা ২৮ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৪৬ শতাংশ।

কলকাতায় ঝড়বৃষ্টির পূর্বাভাস থাকলেও আর্দ্রতাজনিত অস্বস্তি এবং গরম থেকে এখনই রেহাই পাওয়ার কোনও রকম কোনও সম্ভাবনা নেই। আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই বৃহস্পতিবার দিনের বেলায় গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, কলকাতা-সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই আগামী পাঁচ দিন তাপপ্রবাহ চলবে।