মেধার দিক থেকে দেশকে পিছনে ফেলে যে বাংলা সবার আগে এগিয়ে যেতে পারে, আইসিএসই ও আইএসসি (ICSC & ISC) পরীক্ষার ফল প্রকাশিত হওয়ার পর সেই প্রমাণ ফের মিলেছে। এবার পূর্ব বর্ধমানের মেয়ের নজিরবিহীন সাফল্য ধরা পড়ল কন্নড়ভূমিতে। ভিনরাজ্যেও সেরার সেরা হওয়ার শিরোপা ছিনিয়ে নিলেন বঙ্গতনয়া। নাম সেবন্তী হুই (Sevanti Hui), এবারের ISC পরীক্ষায় ৯৯.২৫ শতাংশ নম্বর পেয়ে লাইম লাইটে এই কন্যা।

আইএসসি-তে কর্ণাটকের টপারদের (Karnataka Topper List in ISC) লিস্টে রয়েছেন পূর্ব বর্ধমানের বাসিন্দা সেবন্তী হুই। আপাতত বাবার কর্মসূত্রে তিনি এখন হংকং-এ রয়েছেন। নিজের সাফল্যের খবর পেয়ে উচ্ছ্বসিত নন তিনি। কারণ লক্ষ্য স্থির রেখে আগামীর পথে এগিয়ে যাওয়াই এখন তাঁর লক্ষ্য বলে জানিয়েছেন সেবন্তী । তবে নিজের এমন চমকপ্রদ রেজাল্টে খানিকটা হলেও অবাক হয়েছেন তিনি। তাঁর কথায়, ” স্কুলের দিনে ৩-৪ ঘন্টা পড়াশোনা করেছি। যেদিন স্কুল থাকত না ওই দিন প্রায় ৮-১০ ঘন্টা পড়াশোনা করেছি।” ইংরেজি ইলেকটিভে স্কোর করা খুব সহজ নয়। সেখানে দাঁড়িয়ে ৯৯ শতাংশ নম্বর যে যথেষ্ট অবাক করার মতো তা স্বীকার করে নিয়েছেন বঙ্গতনয়া। ভবিষ্যতে ইংরেজির অধ্যাপক হতে চান বলেই জানিয়েছেন তিনি।








































































































































