নয়া চমক, বিশেষ চ্যাট লুকিয়ে রাখতে নয়া ফিচার WhatsApp-এর

0
2

একের পর এক চমক দিচ্ছে হোয়াটসঅ্যাপ (WhatsApp)। এই তালিকায় যুক্ত হতে চলেছে আরও এক বৈশিষ্ট্য। দিন কয়েক আগেই একসঙ্গে চারটি ডিভাইসে চ্যাট খুলে রাখার সুবিধা চালু করেছে হোয়াটসঅ্যাপ। এবার বিশেষ চ্যাট লুকিয়ে (Chat Lock) রাখার ফিচার চালু করা হয়েছে।

WhatsApp ব্যবহারকারীদের বিশেষ কথোপকথনগুলি লুকিয়ে রাখার জন্য ‘লক’ ফিচার চালু হয়েছে। ‘মেটা’ কর্তৃপক্ষ জানিয়েছে, একটি পাসওয়ার্ড বা বায়োমেট্রিক লক ব্যবহার করে যেকোনও নির্দিষ্ট কথপকথনকে লুকিয়ে রাখতে পারবেন ব্যবহারকারীরা। কথোপকথন আলাদা আলাদা ফোল্ডারেও সংরক্ষণ করা হবে এবং কার সঙ্গে চ্যাট করা হচ্ছে, তাঁর নাম এবং চ্যাট লুকিয়ে রাখা যাবে। শুধুমাত্র পাসওয়ার্ড বা বায়োমেট্রিক সিকিউরিটি লক খোলার পরেই ওই বিশেষ চ্যাটটি দেখা যাবে।

অ্যান্ড্রয়েড (Android) এবং (iOS) সব ডিভাইসেই সর্বশেষ সংস্করণের দ্বারা হোয়াটসঅ্যাপ আপডেট করলেই মিলবে নয়া ফিচার। এরপর লক করতে চাইলে, নির্দিষ্ট চ্যাটে যাওয়ার পর ওই চ্যাটের প্রোফাইল পিকচারে ক্লিক করতে হবে। পরে মেনু সেকশনের নীচে Chat Lock নামের একটি নতুন অপশন থাকবে, সেখান থেকে ‘চ্যাট লক’ চালু করা যাবে। ফোনের পাসওয়ার্ড বা বায়োমেট্রিক ব্যবহার করে কথপকথন লক করে রাখা যাবে।

এরপর WhatsApp-এর হোম পেজের নীচে সোয়াইপ করলেই হোয়াটসঅ্যাপে লক করা চ্যাটগুলি অ্যাকসেস করা যাবে।

আরও পড়ুন:‘মানুষের মন পেতে হলে জনসেবা করতে হয়’, কার উদ্দেশে মন্তব্য গড়করির?