শুভমনকে নিয়ে বিরাট বার্তা কোহলির, গিলের মধ‍্যে খুঁজে পেলেন নিজের যোগ্য উত্তরসূরিকে

0
4

চলতি আইপিএলে নিজের যোগ্য উত্তরসূরিকে খুঁজে পেলেন বিরাট কোহলি। সোশ্যাল মিডিয়ায় দিলেন বিরাট বার্তা। সোমবার রাতে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ৩৪ রানে জয় পায় গুজরাত টাইটান্স। এই ম‍্যাচে দুরন্ত ইনিংস খেলেন শুভমন গিল। ৫৮ বলে ১০১ রানের ইনিংস খেলেন তিনি। আর এই ইনিংসের পরই, শুভমনের প্রশংসায় ভাসলেন বিরাট। আর শুধু প্রশংসাই নয়, আগামী দিনে ভারতের অধিনায়ক হিসাবে শুভমনকেই বেছে নিয়েছেন তিনি।

শুভমনের ইনিংসের পর শুভমনের একটি ছবি দিয়ে কোহলি লেখেন, “কারও মধ্যে যদি যোগ্যতা থাকে, সেটা হচ্ছে গিল। এভাবেই এগিয়ে যাও এবং আগামী প্রজন্মকে নেতৃত্ব দাও। ঈশ্বর তোমায় আশীর্বাদ করুন।”

চলতি আইপিএল-এ দুরন্ত ছন্দে রয়েছেন শুভমন। সর্বোচ্চ রান সংগ্রাহক তালিকায দ্বিতীয় স্থানে রয়েছেন তিনি। এখনও পযর্ন্ত ১৩ ম্যাচে ৫৭৬ রান করেছেন গিল। যার মধ্যে ৪ টি অর্ধশতরান এবং ১টি শতরান রয়েছে। আরসিবির ফ‍্যাফ ডুপ্লেসি ৬৩১ রান করে রয়েছেন প্রথম স্থানে।

আরও পড়ুন:মেসিকে নিয়ে বড় মন্তব্য বার্সা সভাপতির, বললেন, লিওকে দলে ফিরিয়ে আনার সবরকম চেষ্টা করা হবে