“৩৬ হাজার নয়, ৩২ হাজার”, চাকরি বাতিলে নির্দেশ-ই সংশোধন বিচারপতি গঙ্গোপাধ্যায়ের

0
1

কলকাতা হাইকোর্টে চাকরি বাতিলের নির্দেশ সংশোধন। ৩৬ হাজার নয়, সংখ্যাটি কমে হল ৩২ হাজার। আজ, মঙ্গলবার নিজের নির্দেশই সংশোধন করে জানালেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। গত, ১২ মে প্রাথমিকে নিয়োগে বেনিয়মের অভিযোগে ৩৬ হাজার প্রশিক্ষণহীন শিক্ষকের বিচারপতি গঙ্গোপাধ্যায়।

প্রসঙ্গত, ২০১৪ সালে যে টেট পরীক্ষা হয়েছিল, তার ভিত্তিতে ২০১৬ সালে প্রাথমিকে সাড়ে ৪২ হাজার পদে নিয়োগ করা হয়েছিল। ২০১৬ সালে নিয়ম মেনে নিয়োগ হয়নি, এই অভিযোগে মামলা করেছিলেন ১৪০ জন চাকরি প্রার্থী। এমনকি, নিয়োগের আগে কোনও অ্যাপটিটিউড টেস্ট না নেওয়া, সংরক্ষণ নীতি না মানার মতো অভিযোগও উঠেছিল।

সেই মামলার দীর্ঘ শুনানির পর ১২ মে কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তাঁর রায়ে একসঙ্গে ৩৬ হাজার অপ্রশিক্ষিত শিক্ষকদের চাকরি বাতিল করার নির্দেশ দিয়েছিলেন। তবে এবার সেই চাকরি বাতিলের নির্দেশ সংশোধন করে বিচারপতি জানিয়েছেন, ”৩৬ হাজার নয়, চাকরি বাতিলের সংখ্যা প্রায় ৩২ হাজার।”