নিজেদের সোশ্যাল মিডিয়া পোস্টেই আইনি ফাঁ.দে অমিতাভ – অনুষ্কা!

0
2

মুম্বই পুলিশের নজরে পড়লেন বলিউড শাহেনশা অমিতাভ বচ্চন ও অভিনেত্রী অনুষ্কা শর্মা (Amitabh Bhachhan & Anushka Sharma))। নিজেদের সোশ্যাল মিডিয়া (Social Media)পোস্টেই এবার বিপাকে পড়েছেন দুই বলি তারকা। সোমবার সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেছিলেন অমিতাভ বচ্চন (Amitabh Bacchan), যা দ্রুত ভাইরাল হয়। সেখানে দেখা যায় ট্রাফিক এড়িয়ে এক অচেনা বাইক আরোহীর পিছনে চেপে গন্তব্যে পৌঁছচ্ছেন বিগ-বি। ক্যাপশনে অমিতাভ লেখেন, “এই রাইডের জন্য ধন্যবাদ বন্ধু। আমি আপনাকে চিনি না। কিন্তু আপনি আমাকে সময়ের মধ্যে কাজের জায়গায় পৌঁছে দিলেন। অনেক তাড়াতাড়ি পৌঁছে গেলাম ট্র্যাফিক জ্যামকে টেক্কা দিয়ে।” তিনি একাই নন, বলিউডের অভিনেত্রী অনুষ্কা শর্মাকেও দেখা যায় ট্র্যাফিক জ্যামের কারণে তাঁর দেহরক্ষীর পিছনে বসে তাড়াতাড়ি গন্তব্যে পৌঁছতে। এই দুই ভিডিও যত দ্রুত ভাইরাল হয়েছিল, তত দ্রুতই সমালোচনা ধেয়ে এল সুপারস্টারদের দিকে। নেটিজেনরা প্রতিক্রিয়া দিয়ে জানান অনুষ্কা তাঁর দেহরক্ষী অথবা অমিতাভ ও ওই অচেনা ব্যক্তি– এঁদের কারও মাথাতেই হেলমেট ছিল না। ট্র্যাফিক আইনে যা গুরুতর অপরাধ।

নিজেদের সমাজ মাধ্যমের পোস্টে নিজেরাই ফেঁসে গেলেন? অমিতাভ – অনুষ্কাকে নিয়ে আপাতত এই মন্তব্যই ঘুরছে নেটপাড়ায়। ঠিক কী করেছেন দু’জনে? আসলে হেলমেট মাথায় না দিয়ে বাইকে চড়েছেন যা আইনি ভাষায় অন্যায়। মুম্বই পুলিশের দৃষ্টি আকর্ষণ করেছেন নেটবাসিন্দারাই। লাগাতার অভিযোগের পর উত্তর দেয় মুম্বই পুলিশও (Mumbai Police)। বলা হয়, ইতিমধ্যেই ঘটনাটি মুম্বই ট্র্যাফিক শাখার কাছে তুলে ধরা হয়েছে। তারাই ব্যবস্থা নেবে। যদিও অফিসিয়ালি কিছু জানানো হয়নি। কিন্তু অভিযোগকারী নেটিজেনদের উপর নাকি বেজায় খাপ্পা অমিতাভ ও অনুষ্কার ভক্তরা। প্রিয় সুপারস্টারের সঙ্গে এমন ঘটনা ঘটায় ফ্যানেদের পাল্টা যুক্তি, ভুল মানুষ মাত্রই হয়।