ঝড়বৃষ্টিতে ব্যাহত বিদ্যুৎ পরিষেবা, পরিস্থিতি নিয়ন্ত্রণে মন্ত্রী অরূপ বিশ্বাস

0
1

প্রাকৃতিক দুর্যোগে সোমবার বিকেলের পর থেকে পশ্চিমবঙ্গের বেশ কিছু জেলায় বিদ্যুৎ পরিষেবা ব্যাহত হয়। কয়েক হাজার খুঁটি ও অনেক ট্রান্সফরমার ক্ষতিগ্রস্ত হয়।  তবে সন্ধে থেকেই বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাসের (Aroop Biswas) নেতৃত্বে যুদ্ধকালীন তৎপরতায় কাজে নেমে পড়েছেন বিদ্যুৎ দফতকের কর্মীরা। নদিয়া, দুই ২৪ পরগনা, হাওড়া, হুগলি, দুই বর্ধমান, দুই মেদিনীপুর, বাঁকুড়া ও পুরুলিয়ায় প্রচুর খুঁটি পড়ে যায়। জেলায় অনেক ১১ কেভি ফিডার ব্রেক ডাউন হয়ে যায়। যুদ্ধকালীন তৎপরতায় বেশ কিছু ফিডার ইতিমধ্যেই চালু করা হয়েছে। সারারাত কাজ চলবে। বিদ্যুৎ দফতরের কন্ট্রোল রুমে মন্ত্রী নিজে থাকছেন।

আরও পড়ুন- অভিষেকের কাছে আর্জির ২৪ ঘণ্টার মধ্যেই ৯৭ বছরের বৃদ্ধের বার্ধক্যভাতার প্রক্রিয়া শুরু