ট্রেনের খরচেই এবার বিমান সফর! কীভাবে কাটবেন ‘সস্তার’ টিকিট?

0
1

বিমানে (Flight) চড়তে কার না ভালো লাগে? কিন্তু টিকিটের ভাড়া (Ticket Fare) শুনে চোখ কপালে ওঠার জোগাড়। অগত্যা সময় বেশি লাগলেও ট্রেন বা বাসই ভরসা। কিন্তু ভাবুন তো কোনো এমার্জেন্সি সময়ে (Emergency Time) আপনি দূরে যেতে চাইলে তখন বিমান ছাড়া অন্য কোনো অপশন থাকে না। তবে এমন পরিস্থিতিতে, সবচেয়ে সস্তায় বিমানের টিকিট কাটার একটি সহজ উপায় আলোচনা করব। যা শুনলে আপনিও অবাক হতে বাধ্য। আর এই উপায় অবলম্বন করলে আপনার হাজার হাজার টাকা তেমন বাঁচবে। তেমনই আপনি ট্রেনের টিকিট কাটার খরচেই বিমানের টিকিট বুক করতে পারবেন।

এই ওয়েবসাইটের নাম skyscanner.co.in। এই ওয়েবসাইটে গেলে আপনি শুধু একটি নয়, বিমানের সমস্ত বিবরণ আপনার সামনে চলে আসবে। সেটা দেখার পরই আপনি কয়েক মিনিটে আপনার পছন্দের বিমানের টিকিট বুক করতে পারবেন। তবে আপনি যদি একটু আগেভাগে টিকিট কাটেন, তবে তার দাম অনেকটাই কম পড়বে।

উল্লেখ্য, skyscanner.co.in ওয়েবসাইটটি, বিভিন্ন ওয়েবসাইটে বিমানের বিভিন্ন তথ্য অনুসন্ধান করে এবং তাদের তথ্য আপনার সামনে নিয়ে আসে।