বিশ্ব টেস্ট চ‍্যাম্পিয়নশিপ ফাইনালে নতুন নিয়ম, আইসিসির নিয়ম বদল আনল সৌরভের কমিটি

0
1

বিশ্ব টেস্ট চ‍্যাম্পিয়নশিপ ফাইনালে আসতে চলেছে পরিবর্তন। সূত্রের খবর, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের জন্য কোনও ‘সফট সিগন্যাল‘ থাকবে না। আগামী মাস থেকে ডব্লিউটিসি ফাইনালের মাধ্যম দিয়েই এই নিয়ম পরিবর্তন করতে চলেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল।

 

জানা যাচ্ছে, ভারত ও অস্ট্রেলিয়া দুই দলকে এই নিয়মের বিষয়ে জানানো হয়, আর এই নিয়মে দুই দেশ রাজি, তাই এই নিয়ম পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রিপোর্ট অনুযায়ী, সৌরভ গঙ্গোপাধ্যায়ের নেতৃত্বে আইসিসি ক্রিকেট কমিটি এই নিয়ম পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে বলেই খবর।

আইসিসির নিয়ম অনুসারে, “সফট সিগন্যাল হল তৃতীয় আম্পায়ার রিভিউ শুরু করার আগে অন-ফিল্ড আম্পায়ারের প্রাথমিক সিদ্ধান্ত। যার ওপর ভিত্তি করে তৃতীয় আম্পায়ার সিধান্ত গ্রহণ করে থাকেন।”

আরও পড়ুন:কোহলি-রোহিত নন, আসন্ন টি-২০ বিশ্বকাপে তরুণ প্রতিভার দিকে নজর দিতে বললেন শাস্ত্রী