কর্নাটকে ভরাডুবির পরে ফের বাংলায় নজর! চলতি মাসেই বঙ্গসফরে প্রধানমন্ত্রী

0
1

কর্নাটকের নির্বাচনের ফলের পরে হালে পানি পাচ্ছে না গেরুয়া শিবির। আগামী লোকসভা নির্বাচনে গড় বাঁচাতে বিভিন্ন রাজ্যে যাওয়া শুরু করছেন বিজেপি নেতৃত্ব। সূত্রের খবর, এমাসেই বঙ্গসফরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কলকাতায় নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আয়োজিত রোজগার মেলায় ২২ মে হাজির থাকতে পারেন মোদি।

রোজগার মেলায় যোগ দেওয়ার পাশাপাশি রাজ্যের বিজেপি নেতৃত্বের সঙ্গেও মোদি দেখা করবেন বলে বিজেপি সূত্রে খবর। সামনে পঞ্চায়েত ভোট। কর্নাটকের ক্ষত মেটাতে মরিয়া গেরুয়া শিবির ফের বঙ্গে ঝাঁপাতে চাইছে। কিন্তু গত বিধানসভা ভোটে যেভাবে বাংলার মানুষ বিজেপিকে প্রত্যাখ্যান করেছিল, তাতে ফের জাতীয় নেতৃত্বের ডেলিপ্যাসেঞ্জারিতে কাজ হবে না বলে রাজনৈতিক মহলের। প্রধানমন্ত্রী বঙ্গ সফর কতদিনের তা এখনও জানানো হয়নি।