ঝড়ে লন্ড.ভন্ড মহানগরী: গাছ পড়ে কলকাতায় যান চলাচল ব্যা.হত, বিপ.র্যস্ত ট্রেন চলাচলও

0
5

অল্প সময়ের ঝড়ে লন্ডভন্ড মহানগরী। সন্ধে ৬টা নাগাদ কলকাতার আকাশ কালো করে আসে। এর পরেই প্রবল ঝড়। ৪০ থেকে ৬০ কিলোমিটার বেগে হাওয়া বয়ে যায়। কলকাতা-সহ সংলগ্ন এলাকায় বজ্রবিদ্যুৎ-সহ তুমুলও বৃষ্টি হয়। রেড রোড ও বিজন স্ট্রিট-সহ ১০ জায়গায় গাছ ভেঙে পড়েছে। রেড রোডে পাঁচিলও পড়ে যায়। বিপর্যয় মোকাবিলা বাহিনী রাস্তায় নেমে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করেছে।

কলকাতার পাশাপাশি, হাওড়া, নদিয়া, দুই ২৪ পরগনাতেও প্রবল ঝড় হয়, সঙ্গে বৃষ্টি। ফের ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের সতর্কতা জারি করা হয়েছে। ঝড়ে দাপটে শিয়ালদহ মেইন ও দক্ষিণ শাখায় ট্রেন চলাচল ব্যাহত। দক্ষিণ বারাসত ও জয়নগরের মধ্যে বন্ধ ট্রেন চলাচল বন্ধ। কাঁকিনাড়া-শ্যামনগরের মধ্যে লাইনে গাছ পড়ে ট্রেন চলাচল বন্ধ। তবে, ভ্যাপসা গরম থেকে কিছু স্বস্তি মিলেছে।

আরও পড়ুন- ভেঙে পড়বেন না: চাকরিহারাদের পাশে মমতা, রায়কে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে যাচ্ছে রাজ্য