ম্যাচ জিতেও স্বস্তি নেই কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক নীতীশ রানার। গতকাল চিপকে চেন্নাই সুপার কিংসকে ৬ উইকেটে হারায় কলকাতা। কিন্তু এরই মধ্যে শাস্তির খাঁড়া নাইট অধিনায়কের মাথায়। চেন্নাইয়ের বিরুদ্ধে মন্থর বোলিংয়ের জন্য শাস্তি দেওয়া হল কেকেআরকে। অধিনায়ক নীতীশ রানাকে জরিমানা করা হয়েছে ২৪ লক্ষ টাকা। জরিমানা হয়েছে বাকি ক্রিকেটারদেরও।
এদিন একটি বিবৃতিতে আইপিএল জানিয়েছে,”চেন্নাইয়ের বিরুদ্ধে মন্থর বোলিংয়ের জন্য কেকেআরের শাস্তি হয়েছে। যেহেতু এটা তাদের দ্বিতীয় অপরাধ, তাই নীতীশের ২৪ লক্ষ টাকার জরিমানা হয়েছে। বাকি ক্রিকেটারদের ৬ লক্ষ টাকা অথবা ম্যাচ ফি-র ২৫ শতাংশের মধ্যে যেটা কম, সেটা জরিমানা হিসাবে দিতে হবে।”
চলতি আইপিএলে এই নিয়ে দ্বিতীয়বার শাস্তি পেল কেকেআর। দ্বিতীয়বার শাস্তি হওয়ায় চাপ বেড়েছে নীতীশের উপর। কারণ, আর একটি ম্যাচে মন্থর বোলিং করলে এক ম্যাচ নির্বাসিত হতে হবে তাঁকে। আইপিএলের নিয়ম অনুয়ায়ী, প্রথমবার মন্থর বোলিংয়ের জন্য ১২ লক্ষ টাকা, দ্বিতীয় বারের জন্য ২৪ লক্ষ টাকা ও তৃতীয় বার ভুল করলে এক ম্যাচ নির্বাসনের শাস্তি দেওয়া হয়।
এদিকে ম্যাচ জিতেও বিস্ফোরক নীতীশ রানা। চেন্নাইকে হারিয়ে নীতীশ বলেন, “আমার মনে হয় কেকেআর ছাড়া বাকি সব দল ঘরের মাঠের সুবিধা পায়। ওখানে আমরা ব্যাটিং উইকেটে খেললে ২০০-র বেশি রান করি। আবার মন্থর পিচে খেলা হলে রান কম হয়। ফলে ব্যাটারদের বার বার নিজেদের পিচের সঙ্গে মানিয়ে নিতে হয়। এটা বাকি দলগুলোকে করতে হয় না।”
আরও পড়ুন:চেন্নাই ম্যাচে অভিনব দৃশ্য, গাভাস্করে জামায় সই মাহির