ট্রাফিক মামলার নিষ্পত্তিতে আদায় বড় অঙ্কের জরিমানা! চমকে দেওয়ার মতো টাকার পরিমাণ

0
1

ট্রাফিক মামলার (Traffic Case) নিষ্পত্তি করে জরিমানা (Fine) হিসাবে দু’কোটিরও বেশি টাকা আদায় করল আদালত। উল্লেখ্য, শনিবারই আলিপুর (Alipore Court) ও ব‌্যাঙ্কশাল আদালতে (Bankshal Court) বসে লোক আদালত। আদালত সূত্রের খবর, শুধু ব‌্যাঙ্কশাল আদালতেই এনআই অ‌্যাক্টের মামলা, ট্রাফিক মামলা ও পেটি কেসের নিষ্পত্তিতে রাজ‌্য সরকারের (Govt of West Bengal) তহবিলে এসেছে ৭২ কোটি টাকা।

লালবাজার সূত্রে খবর, বহু বাইক ও গাড়ির মালিকই ট্রাফিক মামলার জরিমানার টাকা অত সহজে দিতে চান না। ফলে একেকটি গাড়ির বিরুদ্ধে বকেয়া মামলা বাড়তেই থাকে। বিশেষ করে কোনও গাড়িতে দুর্ঘটনার পর বোঝা যায়, সেটির বিরুদ্ধে ঠিক কতগুলি মামলা বকেয়া রয়েছে। যে গাড়ি বা বাইক আরোহীরা ট্রাফিক আইন ভেঙে গাড়ি চালানোর প্রবণতা রয়েছে, তাঁদের বিরুদ্ধেই জরিমানার পাহাড় জমতে থাকে। তবে সবচেয়ে বেশি জরিমানার টাকা না দেওয়ার প্রবণতা রয়েছে বাস ও মালবাহী গাড়ির মালিকদের। আর সেই ক্ষেত্রে ট্রাফিকের মামলা যাতে খুব তাড়াতাড়ি নিষ্পত্তি হয়, তার জন‌্য লোক আদালত বসানো হয়। তবে মূল জরিমানার এক তৃতীয়াংশ টাকা দিয়েই মামলার নিষ্পত্তি করার চেষ্টা করেন গাড়ির মালিকরা।

 

পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, ট্রাফিক মামলার নিষ্পত্তির জন‌্য শনিবার ব‌্যাঙ্কশাল আদালতে সাতটি বেঞ্চ বসে। এই আদালতে ১০ হাজার ৯২টি গাড়ি ও বাইকের মামলা নিষ্পত্তির জন‌্য আসে। মোট মামলার সংখ‌্যা ছিল ৪৬ হাজার ৮১০টি। মূল জরিমানার পরিমাণ ছিল ১ কোটি ৮০ লাখ ১৩ হাজার ৩৩০ টাকা। সেখানে লোক আদালতে মামলার শুনানির পর ট্রাফিক মামলা নিষ্পত্তি বাবদ আদায় হয় ৬৭ লাখ ৭৮ হাজার ৬২৯ টাকা।