ICSE ও ISC-র কৃতীদের অভিনন্দন মুখ্যমন্ত্রীর

0
1

CBSE-র পরে প্রকাশিত হল ICSE এবং ISC-র রেজাল্ট। আইসিএসই ও আইএসসি (ICSE And ISC Result 2023)- এই দুই পরীক্ষার ফলেই বাংলার জয়জয়কার। ICSE-তে প্রথম হয়েছেন বাংলার ছেলে সম্বিত মুখোপাধ্যায়। পূর্ব বর্ধমানের সেন্ট জেভিয়ার্স স্কুলের পড়ুয়া তিনি। ISC -তে দেশে প্রথম স্থানাধিকারী ৫ জনের মধ্যে বাংলার ২ জন। ISC-তে যুগ্মভাবে দেশের মধ্যে প্রথম হয়েছেন কলকাতার হেরিটেজ স্কুলের মান্য গুপ্ত ও সেন্ট জোসেফ স্কুলের শুভম কুমার আগরওয়াল। টুইটে কৃতীদের অভিনন্দন জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

নিজের টুইটার হ্যান্ডেলে তিনি লেখেন, “কলকাতা তথা বাংলা এবং সারাদেশের ICSE এবং ISC সেরা এবং সফল পরীক্ষার্থীদের অভিনন্দন! তোমরা দারুণ ফল করেছেন। তোমাদের প্রতিভা আমাদের গর্বিত করেছেন।
শুভকামনা আমার প্রিয় ছাত্রছাত্রীরা, তোমার রাজ্য ও দেশকে আরও এগিয়ে নিয়ে যাও! বাংলার কৃতীদের পাশাপাশি, আমি সারা দেশের পড়ুয়াদের অভিনন্দন জানাই!!“