দেশের সব চিকিৎসকদের এক ছাতার তলায় আনতে আসছে ইউনিক আইডি নম্বর

0
1

এক ক্লিকেই জানা যাবে চিকিৎসকদের বিশদ তথ্য। দেশের সকল চিকিৎসকদের জন্য আনা হচ্ছে ইউনিক আইডি নম্বর। সম্প্রতি এমনটাই সিদ্ধান্ত নেওয়া হয়েছে কেন্দ্রের তরফে। নয়া নীতিতে জাতীয় মেডিকেল রেজিস্টারে(NMC) থাকবে চিকিৎসকদের ডিগ্রি, বিশ্ববিদ্যালয়, কোন ক্ষেত্রে স্পেশালিস্ট এবং অন্য গুরুত্বপূর্ণ তথ্যাদি।

এই রেজিস্টারের মাধ্যমে দেশের সমস্ত চিকিৎসকের জন্য একটি মূল তথ্য ভান্ডার গড়ে তোলা হবে। একাধিক প্রতিবেদন অনুযায়ী, জাতীয় মেডিকেল কমিশনের ওয়েবসাইটে সেই তথ্য প্রকাশ করা হবে। NMC-র এথিক্স অ্যান্ড মেডিকেল রেজিস্ট্রেশন বোর্ডের সঙ্গে রেজিস্ট্রেশন থেকে প্রাপ্ত লাইসেন্স পাঁচ বছরের জন্য বৈধ থাকবে। এর মেয়াদ শেষ হওয়ার পরে, ‘মেডিকেল প্র্যাকটিশনারদের রেজিস্ট্রেশন এবং লাইসেন্স টু প্র্যাকটিস মেডিসিন রেগুলেশনস, ২০২৩’ অনুসারে, চিকিৎসককে এর রিনিউয়ালের জন্য রাজ্য মেডিকেল কাউন্সিলের সঙ্গে যোগাযোগ করতে হবে।

নয়া নীতিতে আরও উল্লেখ করা হয়েছে, লাইসেন্স প্রদান বা রিনিউয়ালের আবেদন প্রত্যাখ্যান করা হলে, আবেদনকারী ৩০ দিনের মধ্যে মেডিকেল কাউন্সিলের সিদ্ধান্তের বিরুদ্ধে এথিক্স অ্যান্ড মেডিকেল রেজিস্ট্রেশন বোর্ডের (EMRB) দ্বারস্থ হতে পারবেন। বর্তমানে ন্যাশানাল মেডিকেল কাউন্সিলের ওয়েবসাইটে ২০২১ পর্যন্ত বিভিন্ন রাজ্যের মেডিক্যাল কাউন্সিলে রেজিস্টার্ড চিকিৎসকদের ডেটাবেস রয়েছে।