লিওনেল মেসির ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা যেন বেড়েই চলেছে। পিএসজির সঙ্গে সম্পর্ক তলানিতে এসে ঠেকেছে। এদিকে বার্সেলোনা আছে অর্থনৈতিক সংকটে। ইন্টার মায়ামি যেন আলোচনায় থেকেও নেই। যে আল–হিলাল নিয়ে সবচেয়ে বেশি আলোচনা, সৌদি আরবের সেই ক্লাবও এখনও দিতে পারেনি কোনও সুসংবাদ।এবার আল–হিলালের সভাপতি ফাহাদ বিন নাফেলও মেসি প্রশ্নে মুখ বন্ধ রাখলেন।
শনিবার রাতে কিংস কাপের রুদ্বশ্বাস ফাইনালে আল–ওয়েহদাকে হারিয়ে শিরোপা জিতেছে আল–হিলাল। নির্ধারিত সময়ে ১-০ গোলে পিছিয়ে থাকলেও অতিরিক্ত সময়ের ৯ মিনিটে সমতা ফেরায় আল–হিলাল। এরপর ৯ শটের ম্যারাথন টাইব্রেকারে ৭-৬ গোলে জিতে শিরোপা ঘরে তোলে রিয়াদভিত্তিক ক্লাবটি।
এই ম্যাচের পর মেসির সঙ্গে চুক্তি নিয়ে প্রশ্ন করা হয়েছিল ক্লাব সভাপতি ফাহাদকে।ক্রিস্টিয়ানো রোনাল্ডো আল-নাসরে নাম লেখানোর পর থেকেই মেসির সঙ্গে আল–হিলালকে জড়িয়ে গুঞ্জন শোনা যাচ্ছে। তবে সম্প্রতি মেসির সৌদি আরব ভ্রমণের পর আকর্ষণের কেন্দ্রে চলে আসে আল–হিলাল।এখনও ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা না কাটলেও পিএসজিতে মেসি একেবারেই ভালো নেই। নিষেধাজ্ঞা কাটিয়ে ফেরার ম্যাচে গতকাল রাতে শুনতে হয়েছে দুয়ো। সব মিলিয়ে পরিস্থিতি মেসিকে পিএসজি ছাড়ার দিকেই ঠেলে দিচ্ছে।