রাজস্থানের বিরুদ্ধে দুরন্ত জয় ব‍্যাঙ্গালোরের, সঞ্জুদের ১১২ রানে হারাল আরসিবি

0
3

রাজস্থান রয়‍্যালসের বিরুদ্ধে দুরন্ত জয় পেল রয়‍্যালস চ‍্যালেঞ্জার্স ব‍্যাঙ্গালোর। এদিন রাজস্থানকে ১১২ রানে হারাল আরসিবি। আরসিবির হয়ে অর্ধশতরান ফ‍্যাফ ডুপ্লেসি এবং ম‍্যাক্সওয়েল।

ম‍্যাচে এদিন টসে জিতে ব‍্যাট করার সিদ্ধান্ত নেন আরসিবি অধিনায়ক ডুপ্লেসি। প্রথমে ব‍্যাট করতে নেমে নির্ধারিত ওভারে পাঁচ উইকেট হারিয়ে ১৭১ রান করে ব‍্যাঙ্গালোর। আরসিবির হয়ে ব‍্যাট হাতে এদিন ব‍্যর্থ বিরাট কোহলি। ১৮ রান করেন তিনি। ৫৫ রান করেন ডুপ্লেসি। ৫৪ রান করেন ম‍্যাক্সওয়েল। ১ রান করেন লোমরোর। ২৯ রানে অপরাজিত অনুজ রাওয়াত। রাজস্থানের হয়ে দুটি করে উইকেট নেন আডাম জাম্পা এবং কে এম আসিফ। একটি উইকেট নেন সন্দীপ শর্মা।

জবাবে ব‍্যাট করতে নেমে ৫৯ রানে গুটিয়ে যায় রাজস্থান। রাজস্থানের হয়ে ব‍্যাট হাতে ব‍্যর্থ যশস্বী জসওয়াল এবং জস ব‍াটলার। দু’জনই শূন‍্য রান করেন। ৪ রান করেন সঞ্জু স‍্যামসন। ৩৫ রান করেন হিটম‍ায়ার। আরসিবির হয়ে তিন উইকেট নেন পার্নেল। দুটি করে উইকেট নেন ব্রেসওয়েল এবং করণ শর্মা। একটি করে উইকেট নেন মহম্মদ সিরাজ এবং গ্লেন ম‍্যাক্সওয়েল।

আরও পড়ুন:সুস্থ হচ্ছেন রাহুল, ছবি পোস্ট সোশ্যাল মিডিয়ায়