সুস্থ হচ্ছেন রাহুল, ছবি পোস্ট সোশ্যাল মিডিয়ায়

0
2

ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন কে এল রাহুল। চলতি আইপিএল-এ রয়‍্যাল চ‍্যালেঞ্জার্স ব‍্যাঙ্গালোরের বিরুদ্ধে খেলতে গিয়ে চোট পান রাহুল। সদ‍্য হয়েছে অস্ত্রোপচার। আর শনিবার নিজের সোশ্যাল মিডিয়ায় ক্রাচ হাতে নিজের ছবি দেন ভারতীয় দলের উইকেটরক্ষক।

 

View this post on Instagram

 

A post shared by KL Rahul? (@klrahul)

শনিবার রাহুল যে ছবি দিয়েছেন, তাতে দেখে বোঝা যাচ্ছে, লন্ডনের রাস্তায় ক্রাচ নিয়ে হাঁটছেন তিনি। একটি ছবিতে আবার স্ত্রী আথিয়া শেট্টিকেও দেখা গিয়েছে তাঁর সঙ্গে। গত ১ মে ব্যাঙ্গালোরের বিরুদ্ধে ম্যাচে ফিল্ডিং করার সময় ঊরুর পেশিতে চোট পেয়েছিলেন লখনৌ সুপার জায়ান্টসের অধিনায়ক। এরপরই চোটের কারণে আইপিএল-এর পাশাপাশি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল থেকেও ছিটকে যান রাহুল। ভারতীয় দলে রাহুলের পরিবর্ত হিসাবে এসেছেন ঈশান কিষান। ওপর দিকে লখনৌ দলকে নেতৃত্ব দিচ্ছেন ক্রুনাল পান্ডিয়া।

আরও পড়ুন:পাঞ্জাবের বিরুদ্ধে ম‍্যাচ হারলেও নজির গড়েন ওয়ার্নার, টপকে যান সেহবাগকে