দিল্লিকে ৩১ রানে হারাল পাঞ্জাব, শতরান প্রভসিমরনের

0
2

ফের হার দিল্লি ক‍্যাপিটালসের। এদিন ডেভিড ওয়ার্নারদের ৩১ রানে হারাল শিখর ধাওয়ানের পাঞ্জাব কিংস। পাঞ্জাবের হয়ে দুরন্ত ইনিংস খেলেন প্রভসিমরন। ১০৩ রান করেন তিনি।

ম‍্যাচে এদিন টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেন দিল্লি অধিনায়ক ডেভিড ওয়ার্নার। প্রথমে ব‍্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ৭ উইকেট হারিয়ে ১৬৭ রান করে পাঞ্জাব। পাঞ্জাবের হয়ে দুরন্ত ইনিংস খেলেন প্রভসিমরন। ১০৩ রান করেন তিনি। অধিনায়ক শিখর ধাওয়ান করেন ৭ রান। ৪ রান করেন লিভিংস্টোন। ২০ রান করেন সাম কুরান। দিল্লির হয়ে দুটি উইকেট নেন ইশান্ত শর্মা। একটি করে উইকেট নেন অক্ষর প‍্যাটেল, পারভীন দুবে, কুলদীপ যাদব এবং মুকেশ কুমার।

জবাবে ব‍্যাট করতে নেমে ১৩৬ রানে গুটিয়ে যায় দিল্লির ইনিংস। দিল্লির হয়ে একা লড়াই করেন অধিনায়ক ওয়ার্নার। ৫৪ রান করেন তিনি। ২১ রান করেন সল্ট। ৩ উইকেট নেন মিচেল মার্শ। পাঞ্জাবের হয়ে চার উইকেট নেন হরপ্রীত। দুটি করে উইকেট নেন নাথান ইলিশ এবং রাহুল চাহার।

আরও পড়ুন:লাল-হলুদে বিশেষ সম্মান সলমান খানকে