হুগলি জেলার শ্রীরামপুর পুলিশের (Srirampore Police) বড় সাফল্য। সিকিওরড ভ্যালু ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড এজেন্সির টাকা লোপাট কেসের কিনারা করল পুলিশ। রবিবার শ্রীরামপুর পুলিশ স্টেশনের তরফ থেকে একটি প্রেস কনফারেন্সের আয়োজন করা হয়। সিকিওরড ভ্যালু ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড এজেন্সির এক্সিকিউটিভ অফিসার সুব্রত দেবনাথ ২ মে শ্রীরামপুর থানায় একটি অভিযোগ করেছিলেন। তিনি জানিয়েছিলেন যে দীপঙ্কর মোদক নামক ওনাদের এক কর্মচারী মে মাসের ২ তারিখে ধোবিঘাট এসবিআই ব্রাঞ্চ থেকে ৬ কোটি ২৪ লাখ টাকা এটিএম এ লোড করার জন্য নিয়ে যান। কিন্তু তারপর আর কাজে ফেরত যাননি।। পরবর্তীতে হিসেব করতে গিয়ে দেখা যায় ১ কোটি ২৯ লাখ টাকা কম আছে। এরপর শ্রীরামপুর থানার পুলিশ তদন্তে নেমে ৫ জন অভিযুক্তকে আটক করেন। তাদের থেকে ১ কোটি ১২ লাখ ৩৪ হাজার ৮০০ টাকা উদ্ধার করা হয়।


আজ পুলিশের তরফে এই পাঁচজন অভিযুক্তের নাম প্রকাশ্যে আনা হল। এনারা হলেন দীপঙ্কর মোদক(মূল অভিযুক্ত), সঞ্জিত সরকার, সঞ্জিত পাত্র, সন্তু দত্ত এবং শিব শঙ্কর বসু ঠাকুর (অ্যাডভোকেট)। বাকি টাকার খোঁজ চলছে। আজ প্রেস কনফারেন্স শ্রীরামপুর-চন্দননগর পুলিশ কমিশনারেটের ডিসিপি অরবিন্দ কুমার আনন্দ জানান খুব দ্রুত বাকিদেরও খুঁজে গ্রেফতার করা সম্ভব হবে।







































































































































