রবিবারে গালে হাত দিয়ে কবি সুকান্ত! দেখুন তো আসল মানুষকে চিনতে পারেন কিনা

0
1

রবিবাসরীয় আমেজে হঠাৎই ভাইরাল এক ছবি। গালে হাত দিয়ে বসে আছেন যিনি, ব্ল্যাক এন্ড হোয়াইট ছবিতেও তাতে স্পষ্ট ধরা পড়েছে কবি সুকান্তর লুক। কিন্তু ইনি টালিগঞ্জের (Tollygunge) এক জনপ্রিয় অভিনেতা (Famous Actor), মুখ দেখে চেনাই দায়! এই মুহূর্তে বাংলার জনপ্রিয় অভিনেতা যে ছবিটি পোস্ট করেছেন, সেখানে দু’চোখ ভরা স্বপ্ন নিয়ে স্মিত হাসিতে লুকিয়ে আজকের সুপারস্টার গোয়েন্দা বাবু। তাঁর ডান হাত গাল ও চিবুকের একাংশ যেভাবে ছুঁয়ে রয়েছে , তাতে সুকান্ত ভট্টাচার্যের (Poet Sukanta Bhattacharya) সঙ্গে এই ছবিটি গুলিয়ে ফেলা অসম্ভব কিছু নয়। মুখের দিকে খুব ভালো করে তাকিয়ে থাকলে হয়তো একটা ধারণার আন্দাজ মিলতো, কিন্তু গন্ডগোল করে দিল এক মাথা চুল। তাই বাঙালির মাছেভাতে গোয়েন্দাকে চিনতে হোঁচট খেলেন সবাই।

এতক্ষণে নিশ্চয়ই গোটা বিষয়টা পরিষ্কার হয়ে গেছে। ইনি হলেন অভিনেতা অনির্বাণ চক্রবর্তী (Anirban Chakraborty)। মানে বাপি বাবু আর প্রমথ বাবুর প্রিয় একেন বাবু (Eken Babu) । ভোজনরসিক কিন্তু ক্ষুরধার মস্তিষ্কের প্রয়োগে রহস্যভেদে তাঁর মুন্সিয়ানা বাঙালি ঘরে ঘরে সমাদৃত। খাবারের প্রতি দুর্বলতা এবং ভাষা নিয়ে কেরামতি তাঁকে নিঃসন্দেহে এক দক্ষ কৌতুক অভিনেতা হিসেবে সকলের সামনে তুলে ধরেছে। মঞ্চ থেকে পর্দা, সবেতেই তাঁর সমান বিচরণ। অনির্বাণের একটি ছবি ভাইরাল হয়েছে। অভিনেতা নিজের ছবিটি পোস্ট করেছিলেন ২০১৮ সালে। লিখেছিলেন, ‘এটা আমার ছবি । না বলে দিলে আমার আজকের চেহারা দেখে কেউ চিনতেই পারবে না। সে বহু যুগ আগে কথা – দূরদর্শন একটা সিরিজ করেছিল, পরিচালক ছিলেন নীতিশ মুখার্জী। তাঁর ‘সুকান্ত’ পর্বে আমি হয়েছিলাম সুকান্ত ভট্টাচার্য। আজ খুঁজে পেলাম ছবিটা !’ সেই ছবি ঘিরে আপাতত টলিপাড়ায় প্রশংসার বন্যা।