ভেজা জামাকাপড় মেলতে গিয়ে বিদ্যুৎ*স্পৃষ্ট, মৃ*ত মা ও মেয়ে

0
2

ফের কলকাতায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল। জামাইকে বাঁচাতে গিয়ে মৃত্যু হল মা ও মেয়ের। একবালপুরের এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। আহত জামাইকে নার্সিংহোমে ভর্তি করা হয়েছে। এসএসকেএম-এ নিয়ে গেলে মা ও মেয়েকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।পুলিশ সূত্রে জানা গিয়েছে, রবিবার সকাল ৭টা নাগাদ জিআই তারে ভেজা জামাকাপড় মেলতে যান ইজহার আখতার। তাঁকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন শাশুড়ি এবং ইজহারের স্ত্রী।এসএসকেএম-এ নিয়ে গেলে মা ও মেয়েকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। CESC-র প্রতিক্রিয়া এখনও মেলেনি। এই ঘটনায় শোকের ছায়া এলাকায়।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এলাকায় বিদ্যুতের তারগুলি একেবারে জট পাকিয়ে রয়েছে। ছড়িয়ে ছিটিয়ে রয়েছে চারিদিকে। বিদ্যুৎ চুরিও হয় দেদার। অথচ দেখভাল করার কেউ নেই।এলাকার দুই বাসিন্দার মৃত্যুতে ক্ষোভে ফুঁসছেন সকলে।

শুধু তাই নয়, এলাকায় দেদার বিদ্যুৎ চুরি হয়, তার জন্য তারগুলি অবিন্যস্ত অবস্থায় পড়ে থাকে বলেও দাবি স্থানীয়দের। প্রায়ই বিদ্যুৎ সংযোগ থাকে না, এ নিয়ে অভিযোগ জানিয়েও লাভ হয়নি বলে জানান স্থানীয়রা।