ইডেনে কেকেআরের বিরুদ্ধে সবুজ-মেরুন জার্সি পরে খেলতে নামবে লখনৌ : সূত্র

0
3

২০ মে ঘরের মাঠে খেলতে নামবে কলকাতা নাইট রাইডার্স। প্রতিপক্ষ লখনৌ সুপার জায়ান্টস। এই ম‍্যাচকে অন‍্যভাবে আনতে চলেছে লখনৌ। সূত্রের খবর, ইডেনে কেকেআরের বিরুদ্ধে সবুজ-মেরুন জার্সি পড়ে খেলতে নামবে ক্রুনাল পান্ডিয়া, নিকোলাস পুরান, কুইন্টন ডিকক। জানা যাচ্ছে, সবুজ-মেরুন সমর্থকদের খুশি করতে এই উদ্যোগ নিয়েছেন লখনৌ শীর্ষ কর্মকর্তা সঞ্জীব গোয়েঙ্কা।প্রসঙ্গত কোনো আইপিএল ম্যাচে আইএসএল দলের জার্সির রঙে খেলতে নামা এই প্রথম।

এদিকে গতকালই সানরাইজার্স হায়দরাবাদকে ৭ উইকেটে হারায় লখনৌ সুপার জায়ান্টস। লখনৌ-এর হয়ে দুরন্ত ইনিংস খেলেন মানকাড। ৬৪ রানে অপরাজিত তিনি। এই মুহূর্তে ১২ ম‍্যাচ খেলে ১৩ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে চতুর্থ স্থানে ক্রুনাল পান্ডিয়ার দল। প্লে-অফের রাস্তায় লখনৌ।

আরও পড়ুন:দিল্লিকে ৩১ রানে হারাল পাঞ্জাব, শতরান প্রভসিমরনের