চেন্নাইকে ৬ উইকেটে হারাল কেকেআর, দুরন্ত ইনিংস নীতীশ-রিঙ্কুর

0
5

চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে জয় পেল কলকাতা নাইট রাইডার্স। এদিন মহেন্দ্র সিং ধোনির দলকে ৬ উইকেটে হারাল কেকেআর। কেকেআরের হয়ে দুরন্ত ইনিংস খেলেন অধিনায়ক নীতীশ রানা এবং রিঙ্কু সিং। দু’জনই করলেন অর্ধশতরান।

ম‍্যাচে এদিন টসে জিতে ব‍্যাট করার সিদ্ধান্ত নেন চেন্নাই অধিনায়ক। প্রথমে ব‍্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ৬ উইকেট হারিয়ে ১৪৪ রান করে সিএসকে। চেন্নাইয়ের হয়ে সর্বোচ্চ রান করেন শিভম দুবে। ৪৮ রান করেন তিনি। ১৭ রান করেন রুতুরাজ গায়কোওয়াড। ৩০ রান করেন কনওয়ে। ১৬ রান করেন অজিঙ্কে রাহানে। ৪ রান করেন অম্বাতি রায়ডু। কেকেআরের হয়ে দুটি করে উইকেট নেন বরুণ চক্রবর্তী এবং সুনীল নারীন। একটি করে উইকেট নেন বিভব আরোরা এবং শার্দুল ঠাকুর।

জবাবে ব‍্যাট করতে নেমে জয় তুলে নেয় কলকাতা। সৌজন্যে নীতীশ রানা এবং রিঙ্কু সিং। ৫৭ রানে অপরাজিত নাইট অধিনায়ক। ৫৪ রান করেন রিঙ্কু। ১২ রান করেন জেসন রয়। ১ রান করেন গুরবাজ। চেন্নাইয়ের হয়ে তিনটি উইকেট নেন দীপক চাহার।

আরও পড়ুন:রাজস্থানের বিরুদ্ধে খেলতে নেমে একাধিক রেকর্ড আরসিবি অধিনায়কের