কর্ণাটকে বিরাট মার্জিনে জয় হিজাব নিষেধাজ্ঞা বিরোধিতার মুখ কংগ্রেসের ফতিমা

0
3

২০২৪ লোকসভা ভোটের আগে দেশজুড়ে ক্রমশ ফিকে হচ্ছে গেরুয়া। বিগত ৫ বছরে ১৫টি রাজ্যে হারতে হয়েছে নরেন্দ্র মোদি-অমিত শাহদের দলকে। এবার দক্ষিণের একমাত্র রাজ্য কর্ণাটক থেকেও ক্ষমতাচ্যুত বিজেপি। কন্নড়ভূমে মুখ থুবড়ে পড়েছে ডাবল ইঞ্জিন। হারতে হয়েছে ১১জন মন্ত্রী তথা হেভিওয়েট নেতাকে। মোদি-শাহ কর্নাটক ভোটের প্রচারে পশ্চিমবঙ্গের মতো কার্যত ডেইলি পাসেঞ্জারি করেও ক্ষমতা ধরে রাখতে ব্যর্থ। উধাও মোদি ঝড়, বরং দেশজুড়ে ‘নো ভোট টু বিজেপি’ এখন জনপ্রিয়।

এবার কর্ণাটকে অন্যতম ইস্যু ছিল হিজাব নিষেধাজ্ঞা। বিজেপি সরকারের মন্ত্রী বিসি নাগেশ ছিলেন হোতা। তিনিও গো-হারা হেরেছেন। এবারের নির্বাচনে হিজাব ইস্যু যে বড় ভূমিকা নিতে পারে তেমনটাই মনে করছিল রাজনৈতিক মহল। কংগ্রেসের ফতিমা শেখ বিজেপির চন্দ্রকান্ত বি পাতিলকে হারিয়ে কর্ণাটক বিধানসভায় একমাত্র মুসলিম মহিলা হিসেবে নির্বাচিত হয়েছেন। তিনি হিজাব নিষেধাজ্ঞার বিরোধী আন্দোলনের মুখ ছিলেন।

হিজাব বিতর্ক যখন তুঙ্গে, তখন ফতিমা সামনে থেকে বিরোধিতায় নেতৃত্ব দিয়েছিলেন। তাঁর দাবি ছিল, এই নিষেধাজ্ঞা মেয়েদের উপরে চাপিয়ে দেওয়া হচ্ছে এবং তাদের শিক্ষার অধিকারকে অস্বীকার করা হচ্ছে। এবারের ভোটে তিনি ছিলেন কংগ্রেসের ৮ মুসলিম প্রার্থীর অন্যতম। শেষ পর্যন্ত ৪৩ শতাংশেরও বেশি ভোট একা পেয়ে বাজিমাত করেছেন ফতিমা।

উল্লেখ্য, কর্ণাটক সরকার গত বছর ফেব্রুয়ারি একটি নির্দেশিকা জারি করে শিক্ষাপ্রতিষ্ঠানে হিজাব পরা নিষিদ্ধ ঘোষণা করেছিল। তারপর থেকেই হিজাব ইস্যুতে বিক্ষোভ শুরু হয়। বিশেষ করে উদুপ্পি জেলায় বিক্ষোভের জেরে স্কুল-কলেজগুলি রীতিমতো রণক্ষেত্রের রূপ ধারণ করেছিল।